রোনালদো ৪৩, মেসি ১৯

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ এএম, ২৪ অক্টোবর ২০১৭

লিওনেল মেসির ভরাডুবি, এবারের ফিফা বর্ষসেরার ভোটিংয়ের ফলকে বলা যায় এমনটাই। গতবারও মর্যাদার এই পুরস্কারটা জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু বিশ্ব ফুটবলের সেরা দুই তারকার মধ্যে ভোটের ব্যবধানটা এত বড় ছিল না। এবার যেমনটা হলো।

বিশ্বজুড়ে ফুটবল খেলোয়াড়, কোচ, সাংবাদিক, আর ভক্তরা নির্বাচিত করেন ফিফার বর্ষসেরা ফুটবলার। গত বছর ফিফার 'দ্য বেস্ট' অ্যাওয়ার্ড জিতলেও রোনালদো ভোট পেয়েছিলেন শতকরা ৩৪.৫৪ ভাগ। মেসি খুব পিছিয়ে ছিলেন না। আর্জেন্টাইন জাদুকর পেয়েছিলেন ২৬.৪২ শতাংশ ভোট।

এবারের ফলে দেখা যাচ্ছে মেসির থেকে দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ যুবরাজ এবার পেয়েছেন ৪৩.১৬ শতাংশ ভোট। যেখানে মেসি পেয়েছেন মাত্র ১৯.২৫ শতাংশ ভোট। এবারও তৃতীয় অবস্থানে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, তিনি পেয়েছেন শতকরা ৬.৯৭ ভাগ ভোট।

রিয়াল কোচ জিনেদিন জিদান অবশ্য ভোটের হিসেবে পেছনে ফেলে দিয়েছেন তার শিষ্য রোনালদোকে। সেরা কোচের পুরস্কার জেতা এই ফরাসি ফুটবল কিংবদন্তী ভোট পেয়েছেন ৪৬.২২ শতাংশ। তার নিকট প্রতিদ্বন্দ্বি অ্যান্তোনিও কোন্তে অনেকটাই পিছিয়ে, পেয়েছেন ১১.৬২ শতাংশ ভোট। আর ৮.৭৮ শতাংশ ভোট নিয়ে সেরা কোচের তালিকায় তৃতীয় স্থানে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

এবার ফিফার সেরা গোলকিপার হয়েছেন জিয়ানলুইজি বুফন। ইতালি ও জুভেন্টাসের এই গোলরক্ষক পেয়েছেন ৪২.২২ শতাংশ ভোট। ৩২.৩২ শতাংশ ভোট নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের কেইলর নাভাস। বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নু্যয়ার ১০.১০ শতাংশ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়।

এদিকে, বর্ষসেরা গোলদাতার পুরস্কার জেতা অার্সেনালের অলিভার জিরু পেয়েছেন ৩৬.১৭ শতাংশ ভোট।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।