একে অপরকে ভোট দেননি মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ এএম, ২৪ অক্টোবর ২০১৭

পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে যতই সৌহার্দ্য দেখান, মনের মধ্যে একটা ঈর্ষা কাজ করে দু’জনের মধ্যেই। সেটা আরও একবার প্রমাণ হলো, ফিফা বর্ষসেরা পুরস্কারের ভোটিংয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি একে অপরকে ভোট দেননি এই মনোনয়নে।

ফিফার বর্ষসেরা পুরস্কারের জন্য কে কাকে ভোট দিয়েছেন, সেটা প্রকাশ হওয়ার পর জানা গেল এমন তথ্য। পর্তুগিজ যুবরাজ রোনালদো ভোট দিয়েছেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মড্রিচ, সার্জিও রামোস আর মার্সেলোকে।

মেসিও ভোট দিয়েছেন তার দুই বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ, আন্দ্রে ইনিয়েস্তাকে। আর একটি ভোট তিনি দিয়েছেন বর্তমানে পিএসজিতে খেলা তার সাবেক বার্সা সতীর্থ নেইমারকে।

এদিকে, অনেকটা সময় বার্সেলোনায় মেসির সঙ্গে খেললেও বর্তমানে পিএসজিতে থাকা দানি আলভেজ ভোট দিয়েছেন তার ব্রাজিল এবং পিএসজির সতীর্থ নেইমারকে। তবে মজার ব্যাপার হলো, রিয়াল মাদ্রিদের লুকা মড্রিচ আর রামোস দুজনই রোনালদোকে নয়, বেছে নিয়েছেন মেসিকে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।