মেসিকেও ধন্যবাদ জানালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ এএম, ২৪ অক্টোবর ২০১৭

তাদের মধ্যে শীতল একটা যুদ্ধ চলেই, সেরার যুদ্ধ। ক'দিন আগে তো এমন খবরও বেরিয়েছিল, লিওনেল মেসিকে নিয়ে মাতামাতিতে নাকি ভীষণ ক্ষেপেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বি যখন, স্বার্থের সংঘাত তো থাকতেই পারে। তবে যখন তারা একই মঞ্চে দাঁড়ান, মনে হয় যেন একজন আরেকজনের প্রাণের বন্ধু। চিরপ্রতিদ্বন্দ্বি মেসিকে হারিয়ে পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা হওয়ার পরও যেমন আর্জেন্টাইন সুপারস্টারকে ধন্যবাদ দিলেন পর্তুগিজ যুবরাজ রোনালদো

রোনালদোর এই ধন্যবাদের তালিকাটা অবশ্য অনেক বড় ছিল। মনে রাখার মত একটি বছর কাটাতে পেরেছেন বলে পরিবার আর কাছের মানুষদের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি বলেন, 'আজ রাতে আমার পরিবার এখানে আছে, এটা তোমাদের জন্য। আমার ভাই, বন্ধু, আমার ছেলে, গার্লফ্রেন্ড; তোমাদের জন্য এটা। এছাড়া আমার আরও দুই ছেলের জন্যও এটা, তার জন্যও যে আগামী মাসে আসছে (অনাগত সন্তান)।'

মঞ্চে রোনালদোর পাশেই দাঁড়িয়ে ছিলেন দুই প্রতিদ্বন্দ্বি-লিওনেল মেসি আর নেইমার; যাদের হারিয়ে তিনি পুরস্কারটা জিতেছেন। ৩২ বছর বয়সী পর্তুগীজ যুবরাজ তাদেরকে আলাদা করে ধন্যবাদ জানাতেও ভুল করেননি। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, 'সবাইকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়েছেন। এখানে আসার জন্য লিও (মেসি) এবং নেইমারকেও ধন্যবাদ। রিয়াল মাদ্রিদ ভক্ত, আমার কোচ, ক্লাব প্রেসিডেন্ট; যারা আমাকে সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ।'

ইংল্যান্ডে প্রথমবারের মত এমন মর্যাদার পুরস্কার হাতে নিতে পারলেন রোনালদো। ওয়েস্ট মিনিস্টার হলে দাঁড়িয়ে নিজের এই মুহুর্তটা নিয়ে তিনি বলেন, 'আমরা এবারই প্রথম ইংল্যান্ডে, আমি আবারও এটা জিতলাম। এটা আমার জন্য বিশেষ মুহুর্ত। এখানে অনেক সমর্থককেও আসার সুযোগ করে দিয়েছে ফিফা। তোমাদেরও ধন্যবাদ, এটা আমার জন্য আনন্দের।'

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।