ফিফা বর্ষসেরার অযোগ্য রোনালদো-মেসি!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০৮ এএম, ২৪ অক্টোবর ২০১৭

২০০৮ থেকে শুরু করে এই ১০ বছর ফুটবল জগতকে বলতে গেলে দু’জন মানুষই শাসন করে যাচ্ছেন, তারা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। পাঁচবার করে ভাগ করে নিয়েছেন ফিফার বর্ষসেরার পুরস্কার। তবে বর্তমান সময়ের সেরা দুই তারকা কেউ কাউকে ফিফা বর্ষসেরার যোগ্য মনে করেন না। পুরস্কার ঘোষণার পর রোনালদো আর মেসির ভোট দেখে এমনটাই মনে হচ্ছে।

পুরস্কার ঘোষণার পরপর কে কাকে ভোট দিয়েছেন, এর তালিকা প্রকাশ করে দেয় ফিফা। ফিফার সদস্য প্রতিটি দেশের জাতীয় দলের কোচ, অধিনায়ক ও একজন নির্বাচিত সাংবাদিক এই ভোট দিতে পারেন। পর্তুগালের অধিনায়ক হিসেবে রোনালদো আর আর্জেন্টিনার হয়ে ভোট দিয়েছেন মেসি।

প্রত্যেক ভোটারই সেরা হিসেবে ক্রমান্বয়ে তিনজনকে বেছে নিতে পারেন। রোনালদো তার সেরা তিনটি ভোট দিয়েছেন লুকা মডরিচ, সার্জিও রামোস ও মার্সেলোকে। রিয়াল মাদ্রিদের সতীর্থদের বাইরে কাউকে ভোট দেননি রোনালদো। মেসির সেরা তিনে থাকার যোগ্য মনে হয়নি রোনালদোর কাছে।

একই অবস্থা মেসির ক্ষেত্রেও। আর্জেন্টিনার এই অধিনায়কের ভোট পেয়েছেন যথাক্রমে লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও নেইমার। ফলে দেখা যাচ্ছে মেসির মনে হয়নি রোনালদো সেরা তিনে থাকার যোগ্য।

এদিকে নেইমারের অবশ্য ভোট দেওয়ার সুযোগ ছিল না। যে সময় ব্রাজিল ভোট দিয়েছিল, অধিনায়ক ছিলেন দানি আলভেজ। তিনি তিনটি ভোট দিয়েছেন যথাক্রমে নেইমার, মেসি ও রোনালদোকে।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।