ম্যানচেস্টার ইউনাইটেডের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০২ এএম, ১৯ অক্টোবর ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলরক্ষকের ভুলে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে মরিনহোর দল।

প্রতিপক্ষের মাঠে পগবা-ফেলাইনিকে ছাড়াই মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকে আক্রমণ করে খেলতে থাকেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় ম্যানইউ।

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় রেড ডেভিলসরা। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় ইউনাইটেড। বাঁ দিক থেকে মার্কাস র‌্যাশফোর্ডের নেওয়া বাঁকানো ফ্রি কিক গ্লাভসে নিলেও পিছিয়ে গোললাইন পেরিয়ে যান গোলরক্ষক। এ গোলেই টানা তৃতীয় জয় নিয়ে পর্তুগাল থেকে ফিরেছে ইংলিশ জায়ান্টরা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে ইউনাইটেড।

এদিকে দিনের অপর ম্যাচে রোমার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে চেলসি। আর মেসির শততম গোলে অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।