মেসির শততম গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ এএম, ১৯ অক্টোবর ২০১৭

কাতালোনিয়া নিয়ে বিদ্রোহের জেরে ন্যু ক্যাম্পে লাস পালমাসের বিপক্ষে দর্শকশূন্য অবস্থায় খেলছিল বার্সা। তবে চ্যাম্পিয়নস লিগে অলিম্পয়াকোসের ফিরছে দর্শক। আর পুরো স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনেই বাঁ পায়ের দুর্দান্ত ফ্রি-কিকে ইউরোপীয় ফুটবলে শততম গোল করলেন মেসি। আর তার মাইলফলকের ম্যাচে একজন কম নিয়ে খেলেও অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়েছে ভালভেরদের দল।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পায় বার্সা। ম্যাচের ষষ্ঠ মিনিটে উমতিতির হেডে ছয় গজ বক্সে বল পেয়েও তা জালে জড়াতে পারেননি লুইস সুয়ারেস। ম্যাচের ১৮ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ডান দিক থেকে ডি-বক্সে মেসিকে লক্ষ্য করে দেউলোফেউয়ের ক্রস রুখতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন গ্রিক ডিফেন্ডার দিমিত্রিস নিকোলাউ।

ম্যাচের ২৪ মিনিটে পাওলিনিয়োর হেড ক্রসবারে লাগলে ব্যবধান বাড়ানো হয়নি স্বাগতিকদের। এরই মধ্যে ম্যাচের ৪২ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। দেউলোফেউয়ের ক্রসে বল হাত দিয়ে বল জালে ঠেলে দিলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পিকে হয়।

jagonews24

বিরতি থেকে ফিরে একজন কম নিয়েও ম্যাচে আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ম্যাচের ৬১ মিনিটে দারুণ ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোল হলো ৯৭।

এর তিন মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন লুকাস দিনিয়ে। মেসির বাড়ানো বল ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি ডিফেন্ডার। ম্যাচের ৮৯ মিনিটে অলিম্পিয়াকোসের হয়ে সান্ত্বনার গোলটি করেন নিকোলাউ। টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা।

এদিকে ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে স্পোর্টিং লিসবনকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। আর ‘এ’ গ্রুপে বেনফিকাকে ১-০ গোলে হারিয়ে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মরিনিয়োর ম্যানচেস্টার ইউনাইটেড।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।