ফুটবল কেড়ে নিল এক গোলরক্ষকের প্রাণ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮ এএম, ১৬ অক্টোবর ২০১৭

নিজের দলের ডিফেন্ডারের সঙ্গেই ধাক্কা লেগেছিল গোলরক্ষক চৈরুল হুদার, ফুটবলে এমন ঘটনা তো অহরহ ঘটে। কে জানতো, হুদার জীবনে সেটাই হবে শেষ ম্যাচ! ইন্দোনেশিয়ার টপ ডিভিশন লিগে এমনই মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। মাঠের খেলা কেড়ে নিয়েছে ৩৮ বছর বয়সী এই ফুটবলারের প্রাণ।

পারসেলা লামোনগ্যান নামের একটি দলে খেলতেন হুদা। সেমেন পাডাং নামের প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ চলছিল। এমন সময় বল ক্লিয়ার করতে গিয়ে সতীর্থ র্যামন রড্রিগেজের সঙ্গে ধাক্কা লাগে হুদার। এতে মাথা এবং ঘাড়ে গুরুতর আঘাত পান এই গোলরক্ষক।

দম বন্ধ হয়ে গেলে তাকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি। ডা. সিওগিরি লামনগ্যান হাসপাতালে রোববারই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ফুটবলার।

হুদাকে হাসপাতালে নেয়ার পরও অবশ্য ম্যাচটি যথারীতি চলেছে। তার দল পারসেলা প্রতিপক্ষ সেমেন পাডাংকে হারিয়েছে ২-০ গোলে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ শেষে হাজার হাজার লোক তার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন। ১৯৯৯ সাল থেকে এই ক্লাবের হয়ে ৫০০টিরও বেশি ম্যাচ খেলেন প্রয়াত এই গোলরক্ষক।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।