আর্জেন্টিনার সবাইকে মেসি হতে বললেন সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১০ অক্টোবর ২০১৭

বিশ্বকাপে খেলতে পারবে তো আর্জেন্টিনা এবং লিওনেল মেসি! ফুটবল বিশ্বে এখন এটা কোটি টাকার প্রশ্ন। লাতিন আমেরিকা অঞ্চলে একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে মেসিদের আর্জেন্টিনা। এমনিতেই রয়েছে ৬ নম্বরে। এ অবস্থায়ও বিশ্বকাপ খেলা সম্ভব নয় দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কারণ, সরাসরি খেলতে হলে থাকতে হবে সেরা চারের মধ্যে। আর প্লে-অফের সুযোগটা নিতে হলেও থাকতে হবে, সেরা পাঁচের মধ্যে।

শেষ ভাগ্য পরীক্ষা ইকুয়েডরের বিপক্ষে। বলতে গেলে মেসিদের বিশ্বকাপ ভাগ্য এখন পুরোপুরিই নির্ভর করছে ইকুয়েডরের হাতে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ফুট উপরে অবস্থিত ইকুয়েডর রাজধানী কুইটোয় সেই ভাগ্য পরীক্ষায় লড়তে হবে আর্জেন্টিনাকে।

পারবেন কী মেসিরা? কোচ হোর্হে সাম্পাওলি খুবই আত্মবিশ্বাসী এ ব্যাপারে। তার বিশ্বাস পারবে আর্জেন্টিনা। শুধুমাত্র ইকুয়েডরকে হারাতে হবে। এ জন্য অবশ্য একটাই চাওয়া নিজের শিষ্যদের কাছে। হোর্হে সাম্পাওলি সবার প্রতি একটাই বার্তা পৌঁছে দিয়েছেন, ‘মাঠে সবাইকে মেসির পর্যায়ে পৌঁছে যেতে হবে। তবেই সম্ভব, জয় ছিনিয়ে আনা এবং বিশ্বকাপ খেলা।’

হোর্হে সাম্পাওলির অধীনে তিন ম্যাচ খেলে কোনোটাইতেই জিততে পারেনি আর্জেন্টিনা। হারেওনি। ড্র করতে হয়েছে। সর্বশেষ নিজেদের মাঠে পেরুর বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে, গোলই করতে পারেননি মেসিরা। গোলশূন্য ড্র করতে হয়েছে।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে সাম্পাওলি বলেন, ‘আমার অধীনে গত তিন ম্যাচেই মেসিকে আমি পেয়েছে অসাধারণ পারফরমার, দারুণ প্রত্যয়ী, দলের প্রতি নিবেদিত এবং প্রতিপক্ষের ওপর দারুণ চাপ সৃষ্টিকারী এক ফুটবলার হিসেবে। আমরা যদি সবাই মেসির পর্যায়ে গিয়ে খেলতে পারি, তাহলে সত্যিই অসাধারণ হবে ম্যাচটি।’

আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।