নেইমারদের কাছে হেরে বরখাস্ত বায়ার্ন কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

২১ বছরে এত বড় পরাজয় আর কখনও দেখেনি বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এত বড় লজ্জারও মুখোমুখি হয়নি জার্মান ক্লাবটি। পিএসজির কাছে ৩-০ ব্যবধানে হেরে লজ্জায় অধঃবদন হতে হয়েছে তাদের।

নেইমার-কাভানিদের কাছে হেরে যাওয়ার পরই নিজের ভবিষ্যৎ দিব্য চোখে দেখতে পেয়েছিলেন বায়ার্ন মিউনিখ কোচ কার্লো আনচেলত্তি। সুতরাং, তিনি নিজেই প্রথমে ঘোষণা দিয়েছিলেন বায়ার্নের কোচের পদে আর থাকবেন না। বায়ার্ন মিউনিখের পক্ষ থেকেও এ ব্যাপারটি জানানো হয়েছিল।

ফ্রান্সে এসে এত বড় হারের পর সতর্কবাণী উচ্চারণ করেছিলেন বায়ার্ন প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে। এরপরই স্পোর্টস বিল্ড রিপোর্ট প্রকাশ করেছে যে, বায়ার্নে আনচেলত্তির ভাগ্য নির্ধারণ নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

শেষ পর্যন্ত বিকেল নাগাদ এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানিয়েছে, ‘২৮ সেপ্টেম্বর, ২০১৭ অভ্যন্তরীণ এক বিশ্লেষণের ফল স্বরূপ, এফসি বায়ার্ন মিউনিখ ঘোষণা করছে, তারা কার্লো আনচেলত্তির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে। এ সিদ্ধান্ত এই সময় থেকেই কার্যকর হবে। সহকারী কোচ উইলি স্যাগনল আপাতত ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।’

বুন্দেসলিগায় হার্থা বার্লিনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ডাগআউটে দাঁড়াবেন উইলি স্যাগনল।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।