আত্মঘাতী গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে স্পোর্টিং লিসবনের মাঠে কষ্টের এক জয় পেয়েছে বার্সেলোনা। আত্মঘাতী গোলের সুবাদে পর্তুগীজ দলটিকে তারা হারিয়েছে ১-০ ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে এটা বার্সার দ্বিতীয় জয়।

বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও বারবার চেষ্টায় গোলের দেখা পায়নি বার্সা। ২৮ মিনিটে লুইস সুয়ারেজের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন লিসবন গোলরক্ষক রুই পাত্রিসিওর। এর কিছু পরই সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু বার্সা সুপারস্টারের হেড সহজেই আটকে দেন পাত্রিসিওর।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে হতাশা কাটে বার্সোলোনার। মেসির নেয়া ফ্রি-কিক সুয়ারেসের মাথায় লেগে বেরিয়ে যাচ্ছিল। লিসবন ডিফেন্ডার সেবাস্তিয়ান কোয়াতেস সেটা ফেরাতে গিয়ে ঢুকিয়ে দেন নিজেদেরই জালে।

ম্যাচের নির্ধারিত সময় শেষ হবার পাঁচ মিনিট আগে বার্সোলোনার হয়ে সহজ একটি সুযোগ পেয়েছিলেন পাউলিনহো। কিন্তু বদলি হিসেবে খেলতে নামা ব্রাজিলিয়ান মিডফিল্ডার সে সুযোগ কাজে লাগাতে পারেননি।

'ডি' গ্রুপের অপর ম্যাচে গঞ্জালো হিগুয়েন ও মারিও মানজুকিচের গোলে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। কষ্টে জয় পেলেও দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপে শীর্ষেই আছে বার্সেলোনা।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।