ভুটানকে হারিয়ে অপেক্ষায় বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য দুটি সমীকরণ ছিল বাংলাদেশের সামনে। একটি নিজেদের ম্যাচে ভুটানকে হারানো, দ্বিতীয়টি পরের ম্যাচে ভারতের বিপক্ষে নেপালের জিততে না পারা।

লাল-সবুজ জার্সিধারীরা প্রথম সমীকরণটা মিলিয়েছেন ভুটানকে ২-০ গোলে হারিয়ে। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন বদলি ফরোয়ার্ড জাফর ইকবাল। এ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে বসল বাংলাদেশ। এখন শুধু অপেক্ষা ভারত-নেপাল ম্যাচের।

দ্বিতীয় ম্যাচ ড্র হলে কিংবা ভারত জিতলে প্রথমবারের মতো যুব সাফে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। আর নেপাল জিতলে শিরোপা থাকবে হিমালয়ের দেশটিতেই।

আরআই/আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।