না ফেরার দেশে গোলরক্ষক মোতালেব

জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মো. মোতালেব হোসেন আর নেই। রোববার ভোরে বসুন্ধরাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোতালেব হোসেন ৭০-৮০’র দশকে দাপটের সঙ্গে ফুটবল খেলেছেন। ক্যারিয়ারের বেশি সময় খেলেছেন রহমতগঞ্জ ক্লাবের হয়ে। পুরনো ঢাকার এ ক্লাবটির সঙ্গেই বেশি জড়িয়ে তার নাম। যদিও আবাহনীর জার্সি গায়ে তিনি পেয়েছেন ৩ বার (১৯৮১, ১৯৮৩ ও ১৯৮৪) চ্যাম্পিয়নের স্বাদ। গোলরক্ষক হলেও মোতালেবের নাম আছে গোলদাতাদের তালিকায়। তিনি মাঝে-মধ্যেই পেনাল্টি শট নিতেন।
মোতালেব ক্যারিয়ারে একটি ম্যাচ খেলেছেন মোহামেডানের জার্সি গায়ে। তাও অতিথি হিসেবে। ১৯৭৬ সালে দক্ষিণ কোরিয়ার সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের বিরুদ্ধে ম্যাচের আগে মোহামেডানের নিয়মিত গোলরক্ষক সহিদুর রহমান চৌধুরী সান্টু ইনজুরিতে পড়লে মোতালেবকে পোস্টে দাঁড় করিয়েছিল সাদা-কালোরা।
১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ছিলেন মোতালেব হোসেন। ওই গেমসে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছিল মালয়েশিয়াকে। এশিয়ান গেমস ফুটবলে সেটিই ছিল বাংলাদেশের প্রথম জয়। আশির দশকে দেশের দুই প্রতিদ্বন্দ্বী গোলরক্ষক ছিলেন সান্টু আর মোতালেব। দেশের সেরা তিনজন গোলরক্ষকের তালিকা করলে সেখানেও থাকবে মোতালেবের নাম।
মোতালেব হোসেনের মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তা-কর্মচারী শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
আরআই/আইএইচএস/জেআইএম