ইনজুরিতে মাঠের বাইরে মার্সেলো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭

স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা ভালো হয়নি রিয়ালের। প্রথম পাঁচ ম্যাচে দুই জয়ের বিপরীতে বাকি তিন মাচেই পয়েন্ট হারিয়ে রিয়াল। যার দুটিতে ড্র আর সবশেষ রিয়াল বেটিসের কাছে হার। আর হারের এই ম্যাচে পাওয়া চোটে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো।

গত বুধবার লা লিগায় নিজেদের মাঠে গত বুধবার রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হেরে যায় রিয়াল। ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ে ব্রাজিলিয়ান এই লেফট-ব্যাক। পড়ে স্ক্যান করানোর পর তার হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ার কথা জানিয়েছে রিয়াল।

এদিকে স্পেনের সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী, অক্টোবর শেষ দিকের আগ পর্যন্ত মাঠে নামতে পারবেন না মার্সেলো। সে ক্ষেতে লিগে দেপোর্তিভো লা করুনা, এসপানিওল ও গেটাফের বিপক্ষে খেলতে পারবেন না মার্সেলো। আর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ড ও টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও ২৯ বছর বয়সী এই খেলোয়াড়কে দেখা যাবে না।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।