অবশেষে ক্ষমা চাইলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৭

নেইমার-কাভানি দ্বন্দ্ব চলে এসেছে মাঠের বাইরে। দলের কোচ উনাই ইমেরি দুই খেলোয়াড়কেই এই সমস্যা সমাধানের তাগিদ দেন। অবশেষে পরিস্থিতি শান্ত করতে সিনিয়র খেলোয়াড় কাভানির সঙ্গে এমন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নেইমার। এল’ইকুইপির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

এল’ইকুইপির এক প্রতিবেদনে বলা হয় তারই স্বদেশী থিয়াগো সিলভা নেইমারকে বুঝিয়েছেন কাভানির সঙ্গে তার এমন ব্যবহার করা উচিত হয়নি। পরামর্শ দেন ‘সরি’ বলতে। নেইমারও স্বদেশি ও দলের অধিনায়ক সিলভার পরামর্শ মেনে নিয়ে ক্ষমা চেয়েছেন।

রোববার ফরাসি লিগ ওয়ানে লিওনের বিপক্ষে ম্যাচের ৫৭ মিনিটে ফ্রি কিক পায় পিএসজি। কাভানি ফ্রি কিক নিতে গেলে তার হাত থেকে বল নিয়ে নেইমারকে দেন আলভেজ। ২১ মিটার দূর থেকে নেইমারের নেওয়া ফ্রি-কিক ডানে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লোপেজ।

ম্যাচের ৭৯ মিনিটে এমবাপেকে ডি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় পিএসজি। আর ওই স্পট কিক নিয়ে রীতিমত ঝগড়ায় লিপ্ত হন কাভানি ও নেইমার। তবে শেষ পর্যন্ত কাভানি নেওয়া শট ঠেকিয়ে দেন লোপেজ।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।