লিভারপুলের বিপক্ষে মাঠে বাংলাদেশের হামজা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২১ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

ফুটবলে বাংলাদেশের সেই রমরমা অবস্থা এখন আর নেই। ফিফা র‍্যাংকিংয়ে জাতীয় দলের অবস্থান ডাবল সেঞ্চুরির কাছাকাছি। তবে এরই মধ্যে ইংলিশ লিগ কাপে উঠে এলো বাংলাদেশের নাম।

লিভারপুল-লেস্টার সিটির ম্যাচে অভিষেক হলো হামজার। আর তার পরিচয় দিতে গিয়েই ধারাভাষ্যকারের কণ্ঠে উঠে এল ‘বাংলাদেশ’। হামজা বাংলাদেশি বংশোদ্ভূত!

লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচটা ২-০ গোলে জিতে লিভারপুলকে বিদায় করে দিয়েছে লেস্টার। আর এ ম্যাচে মাঠে নেমে ইংল্যান্ডের সর্বোচ্চ স্তরের ফুটবলে কোনো ক্লাবে খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হয়ে গেলেন হামজা চৌধুরী।

উল্লেখ্য, উইলফ্রেড এনদিদির পরিবর্তে ম্যাচের ৮৪ মিনিটে মাঠে নামেন হামজা। ততক্ষণেই অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল লেস্টার।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।