দিল্লিতে ঝুলে গেল বিকেএসপির ভাগ্য

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭

পাঞ্জাবকে হারাতে পারলেই সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবলের ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিভাগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি); কিন্তু মঙ্গলবার দিল্লির আমদেকার স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচ গোলশূণ্য ড্র করেছে বিকেএসপির ছেলেরা। এ ড্রয়ে ঝুলে গেছে তাদের ভাগ্য।

নিজেদের খেলা শেষ করে বিকেএসপিকে এখন তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও পাঞ্জাবের মধ্যেকার বুধবারের ম্যাচের দিকে। ম্যাচটি ড্র হলে স্বপ্নভঙ্গ হবে বাংলাদেশের দলটির। পাঞ্জাব জিতলে স্বাগতিক দেশের দলটি শেষ আটে শেষ আটে উঠবে বিকেএসপিকে নিয়ে।

টুর্নামেন্টে বিকেএসপির ছেলেরা প্রথম ম্যাচ ওয়াক ওভার পায় আন্দামান অ্যান্ড নিকোবারের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচে সিকিমকে হারায় ১-০ গোলে এবং তৃতীয় ম্যাচ ২-২ গোলে ড্র করে আফগানিস্তানের সঙ্গে।

আরআই/আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।