ম্যানইউর মুখোমুখি আজ ওয়েন রুনি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৬ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭

ইংলিশ প্রিমিয়ার লিগে সবার নজর থাকার কথা লন্ডন ডার্বির দিকে। যে ম্যাচে মুখোমুখি আর্সেনাল বনাম চেলসি। কিন্তু সব কিছু পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বারুদে ঠাসা ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড এবং এভার্টন। এই ম্যাচেই দীর্ঘদিনের ক্লাব ম্যানইউর মুখোমুখি হচ্ছেন ওয়েন রুনি। নিজের চিরচেনা ওল্ড ট্র্যাফোর্ডে আজ রুনি প্রতিপক্ষ। ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকরা হয়তো বা আজ ধুয়ো ধ্বুনি তুলবে রুনির বিপক্ষে।

ম্যানইউর বিপক্ষে মাঠে নামার আগে রুনি সম্পর্কে মন্তব্য করেছেন দুই ক্লাবেই তার কোচ হিসেবে থাকা ডেভিড ময়েস। রীতিমত রুনিকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন তিনি। ময়েস বলেন, ‘এভার্টনে প্রথম দেখেছিলাম ওকে। ম্যানচেস্টারে গিয়ে ওকে যা পরিণত দেখি, তা অবিশ্বাস্য।’

ম্যানইউ কোচ হোসে মরিনহো আবার জানিয়েছেন, রুনিকে ছাঁটাই করা খুব কঠিন হয়নি তার পক্ষে। কেননা রুনি নিজেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন ক্লাব ছাড়বেন। তিনি বলেন, ‘রুনি নিজে একজন লিজেন্ড। ওর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা রয়েছে।’ তিনি চিন্তায় কিভাবে সামলাবেন রুনিকে।

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হচ্ছে ম্যানইউ এবং এভার্টন। সন্ধ্যা সাড়ে ৬টায় স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হচ্ছে চেলসি এবং আর্সেনাল।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।