রিয়ালের সঙ্গে নতুন চুক্তি ইসকোর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন ইসকো। এর চুক্তির ফলে আগামী ২০২২ সালের জুন পর্যন্ত বার্নাব্যুতে থাকবেন স্পেনের এই মিডফিল্ডার।

নতুন চুক্তি অনুযায়ী ইসকো প্রতি মৌসুমে ৬০ লাখ ইউরো পাবেন বলে স্পেনের সংবাদগুলো জানিয়েছে। আর চুক্তিতে রিলিজ ক্লজ ধরা হয়েছে ৭০ কোটি ইউরো।

চলতি বছরই শেষ হয়ে যেত রিয়ালের সঙ্গে ইসকোর পুরনো চুক্তি। স্পেনের এই ফুটবলারকে পেতে আগ্রহী ছিলো রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলো। তবে নতুন চুক্তির পর আর কোন দল হাত বাড়াবে এই মিডফিল্ডারের প্রতি।

উল্লেখ্য, ২০১৩ সালে মালাগা থেকে রিয়ালে নাম লিখানোর পর চার বছরে রিয়ালকে ১০ টি শিরোপা জয়ে অবদান ছিলো এই স্প্যানিশ তরকার।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।