জাপানকে ৩ গোলে আটকে রাখলো কৃষ্ণারা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:০১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার জালে ৫ বার বল পাঠিয়ে শক্তি-সামর্থ্যের প্রমাণ করেছিল জাপান। স্বাভাবিকভাবেই জাপানের কাছে বাংলাদেশ কয়টা গোল হজম করে সে শঙ্কায় ছিলেন অনেকে। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল কঠিন লড়াই করে জাপানকে আটকে রাখতে পেরেছে ৩ গোলে।

বৃহস্পতিবার থাইল্যান্ডের চুনবুরিতে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৩-০ গোলে হেরেছে জাপানের কাছে। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে।

বাংলাদেশের জালে জাপান প্রথম বল পাঠায় ম্যাচের ১৪ মিনিটে। জাপানের মেয়েরা ব্যবধান দ্বিগুন করেন ৩২ মিনিটে। বিরতির ৫ মিনিট আগে বর্তমান রানার্সআপ জাপান গোল করে ব্যবধান ৩-০ করে।

দ্বিতীয়ার্ধের পুরো সময় গোলের জন্য মরিয়া হয়েও ব্যবধান বাড়াতে পারেনি এশিয়ার ফুটবলের অন্যতম পরাশক্তি জাপানের মেয়েরা। শেষ পর্যন্ত তাদের ৩-০ ব্যবধানের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৯-০ গোলে হেরেছিল উত্তর কোরিয়ার কাছে। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।