হাফ ডজন গোলে চ্যাম্পিয়ন্স লিগে ফিরল চেলসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৭

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সাবেক চ্যাম্পিয়ন। কিন্তু আগের মৌসুমে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, তারা চ্যাম্পিয়ন্স লিগেই খেলতে পারেনি। তবে, ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরে চ্যাম্পিয়ন হয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে ব্লুজরা। শুধু ফেরাই নয়, আজারবাইজানের ক্লাব কারাবাগকে পেয়ে অর্ধ ডজন গোলেই রাজকীয় ফেরা হয়েছে চেলসির।

নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আজারবাইজানের ক্লাবটির মুখোমুখি হয় চেলসি। এই ম্যাচেই শুরু থেকেই কারাবাগের ওপর আক্রমণ শানাতে থাকে চেলসির ফুটবলাররা। আন্তোনিও কন্তের শিষ্যদের আক্রমণের তোড়ে ভেসে যাওয়ার অবস্থা কারাবাগের।

খেলার শুরুতেই গোলের সূচনা করেন স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো রদ্রিগেজ। ৫ মিনিটে উইলিয়ানের কাছ থেকে পাস পেয়ে ডান পায়ের শটে কারাবাগের জালে বল জড়ান পেদ্রো। খেলার ৩০ মিনিটে গোলের ব্যবধান দিগুণ করেন ডেভিড জাপাকস্তা। পুরো ম্যাচে এই গোলটিই সবচেয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে। কারণ চেলসি গোলরক্ষক থিবাত কুর্তোসের কাছ থেকে বল পেয়ে ডান পাশ ধরে এগিয়ে আসেন জাপাকস্তা। এরপর অনেক দুর থেকে লম্বা শট নেন তিনি। সেটিই গিয়ে জড়িয়ে যায় কারাবাগের জালে।

খেলার ৫৫ মিনিটে তৃতীয় গোল করেন সিজার আজপিলিকুয়েতা। সেস ফ্যাব্রেগাসের ক্রস থেকে দারুণ এক হেডে গোলটি করেন তিনি। ৭১ মিনিটে ব্যবধান চারগুণ করেন তিমো বাকায়োকো। এর ৫ মিনিট পর (৭৬ মিনিট) আবারও গোল। এবার চেলসির হয়ে গোলদাতা মিচি বাতসুয়াই। ৮২ মিনিটে আত্মঘাতি গোল করে চেলসির ব্যবধান ৬-০ গোল করেন মাকসিম মেদভেদেভ।

আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।