আরামবাগের স্বস্তির জয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৭

চতুর্থ ম্যাচে ব্রাদার্সকে হারিয়ে জয়ের মুখ দেখার পর তিন ম্যাচে ৮ পয়েন্ট হারিয়ে খাদের কিনারায় পড়েছিল আরামবাগ ক্রীড়া সংঘ। ৭ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় অস্বস্তিতে ছিলেন দেশের অন্যতম অভিজ্ঞ কোচ মারুফুল হক। অবশেষে স্বস্তির একটা জয় পেয়েছে আরামবাগ।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিকেলের ম্যাচে আরামবাগ ২-১ গোলে হারিয়েছে পুরোনো ঢাকার ক্লাব ফরাশগঞ্জ স্পোর্টিংকে।

আরামবাগের স্বস্তির আরো বড় কারণ, পিছিয়ে পড়ে জয়ে ফেরায়। প্রথমার্ধ গোলশূণ্য শেষ হওয়ার পর নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেড়-মেথুর গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। ৭৪ মিনিটে আরামবাগকে ম্যাচে ফেরান জুয়েল।

জাহিদুল ইসলাম বাবুর পাস থেকে গোল করেন এ তরুণ ফরোয়ার্ড। ৮২ মিনিটে আরামবাগের জয়সূচক গোল করেন নাইজেরিয়ান বুকোলা ওলালেকান। সমতায় ফেরানো গোলদাতা জুয়েলের পাস থেকে বুকোলা করেন লিগে তার পঞ্চম গোল। এ গোলে তিনি দ্বিতীয়স্থানে শেখ জামালের সলোমন কিং এবং সাইফের ভ্যালেন্সিয়ার সঙ্গে। ৬ গোল নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজ।

দ্বিতীয় জয়ে ৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠলো আরামবাগ। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচেই পড়ে থাকলো পুরোনো ঢাকার ফরাশগঞ্জ।

আরআই/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।