বার্সা প্রেসিডেন্ট একজন জোকার : নেইমার
নেইমারের সঙ্গে বার্সেলোনার যুদ্ধটা থামছেই না। লেগেই রয়েছে। কেউ কারও পিছু ছাড়ছে না। বার্সা ছাড়ার পর থেকেই কাতালান ক্লাবটির কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন নেইমার। আগেও একবার বলেছিলেন, বার্সার বর্তমান কমিটির পদত্যাগ করা উচিৎ। তাদের এই ক্লাবের দায়িত্বে থাকা মোটেও মানায় না।
এবার সরাসরি বার্সা প্রেসিডেন্ট হাসে মারিয়া বার্তেম্যুর বিপক্ষে বক্তব্য দিলেন নেইমার। সাধারণ কোনো বক্তব্য দিলে কথা ছিল। নেইমারের অভিযোগ, ‘বার্সার এই প্রেসিডেন্ট (বার্তেম্যু) একজন জোকার।’
নেইমার এমন এক সময়ে বক্তব্যটা দিলেন, যখন বার্তেম্যু লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন প্রায় চূড়ান্ত বলে ঘোষণা দিয়ে নিজের হারানো ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করছিলেন। তবে, তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ ফসকেই হয়তো বলে ফেলেছিলেন, ‘আমাদের সবচেয়ে বড় ভুল ছিল নেইমার এবং তার বাবাকে বিশ্বাস করা।’
এ কথা বলার পর নেইমার যে চুপ থাকবেন না, সেটা মনেই হয়তো ছিল না বার্সা প্রেসিডেন্টের। স্বাভাবিকভাবেই মুখ খুললেন পিএসজির ব্রাজিলিয়ান এই তারকা। নেইমার সম্পর্কে বার্সা প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন সেটা এস্পোর্টে ইন্টারেটিভো পোস্ট করেছে তাদের ইনস্টাগ্রাম পেজে। সেখানেই নেইমার একটি কমেন্ট করেন। তিনি পর্তুগিজ ভাষায় লেখেন, ‘বার্সার এই প্রেসিডেন্ট একজন জোকার।’ সঙ্গে কয়েকটি ইমোজিও পোস্ট করেন তিনি।
আইএইচএস/জেআইএম