আবারও ড্র : বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৮ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৭

মেসি-দিবালাদের সামনে সুযোগ ছিল জয় দিয়ে রাশিয়া বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথ নিশ্চিত করা। তবে সুযোগটা কাজে লাগাতে পারলো না দলটি। ঘরের মাঠে পয়েন্ট টেবিলের তলানির দল ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র সাম্পাওলির শিষ্যরা। আর এ ড্রতে শঙ্কায় পড়ে গেছে মেসি-ডি মারিয়াদের সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ।

বুয়েন্স আয়ার্সে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের চতুর্থ মিনিটে মাসচেরানোর দারুণ পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন ইকার্দি। কিন্তু ফারিনেজের পা ঠেকিয়ে দেয় বল। ম্যাচের নবম মিনিটে ডি মারিয়ার বাড়ানো বলে আবারও গোলের সুযোগ পায় ইকার্দি। তবে গোল মুখে শট নেওয়ার আগেই বল বিপদমুক্ত করে সফরকারী দলের ডিফেন্ডাররা।

ম্যাচের ১৭ মিনিটে দিবালার কাটব্যাক থেকে বানেগার শট ঠেকান গোলরক্ষক ফারিনেজ। ম্যাচের ২২ মিনিটে ডি মারিয়ার নিচু ক্রসে পা ছুঁইয়েছিলেন দিবালা। তবে দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ঠেকান ১৯ বছর বয়সী গোলরক্ষক। ম্যাচের ২৫ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। দুর্দান্ত খেলতে থাকা ডি মারিয়া পায়ের পেশিতে টান পড়ায় মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন।

messi-3

বিরতির ঠিক আগে বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া মেসির আগুনে শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ফারিনেজ। গোলশূন্য প্রথমার্ধের হতাশা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বেড়ে যায় স্বাগতিকদের। কিন্তু ছয় মিনিটের মধ্যেই খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসেন মেসিরা। সামনে এগিয়ে আসা আর্জেন্টিনা গোলরক্ষক রোমেরোর মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন ভেনেজুয়েলা উইঙ্গার জন মুরিল্লো।

চার মিনিট পরই ভেনেজুয়েলা ডিফেন্ডার রফল ফেলশারের ‘আত্মঘাতী’ গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামা আকুনিয়া বাঁ প্রান্ত থেকে ক্রস বাড়ান বক্সে। ইকার্দির ভলি ‘ক্লিয়ার’ করতে গিয়ে ফেলশার বল জড়ান নিজেদের জালে।

Messi09

আর যোগ করা সময়ে মেসির বাড়ানো বল থেকে হাভিয়ের পাস্তোরের শট ঠেকিয়ে স্বাগতিকদের আরেকবার হতাশ করেন ফারিনেজ। বাকি সময়ে আর জয়সূচক গোলের দেখা পায়নি মেসিরা।

এ ড্রয়ে ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে পড়ে থাকল আর্জেন্টিনা। শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু ও ইকুয়েডর। রাশিয়া বিশ্বকাপের টিকিট পেতে এ দুটি ম্যাচ জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার।

এমআর /আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।