পিএসজিতে যাওয়া প্রয়োজন ছিল নেইমারের : পেলে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৭

বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতে যাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা বিস্তর হয়েছে। কেউ বলছেন, নেইমারের বার্সা ছাড়া উচিৎ হয়নি। আবার কেউ বলছেন, বার্সা ছেড়ে ভালো কাজই করেছেন নেইমার। আসলে কোনটা ভালো হয়েছে? এ প্রশ্নের জবাব দিলেন খোন ব্রাজিলিয়ান কিংবদন্তি, সর্বকালের সেরা ফুটবলার পেলে। তিনি মনে করেন, বার্সা ছেড়ে নেইমারের পিএসজিতে যাওয়া প্রয়োজন ছিল। নিজের ক্যারিয়ারের জন্যই এটা প্রয়োজনেই ছিল বলে মনে করেন পেলে।

গত মাসেই ফুটবলের ইতিহাসে ২২২ মিলিয়ন ইউরোর সর্বোচ্চ ট্রান্সফারের বিনিময়ে বার্সা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। এরপর থেকে এখনও পর্যন্ত তিন গোল করেছেন তিনি। গোলে সহযোগিতা করেছেন ৩টি। পেলে মনে করেন, এটাই নেইমারের জন্য সঠিক সময় ছিল যে লিওনেল মেসির ছায়া থেকে বের হয়ে আসার।

মাদ্রিদ ভিত্তিক পত্রিকা মার্কাকে দেয়া সাক্ষাৎকারে পেলে বলেন, ‘এই মুহূর্তে ব্রাজিলের সেরা ফুটবলার হচ্ছে নেইমার। আমি মনে করি, বার্সা থেকে পিএসজিতে যাওয়া তার জন্য খুব ভালো হয়েছে। কারণ, বার্সেলোনায় মেসির সঙ্গে তার অনেক বেশি প্রতিদ্বন্দ্বীতা ছিল। আমার মনে হয়, এটা ছিল তার সামনে অনেক বড় একটা সুযোগ। তার জন্য এই পরিবর্তনটা দরকার ছিল। এখন সে বিশ্বকে দেখাতে পারবে, সে আসলেই কতটুকু পারে।’

তবে দায়িত্বের কথা চিন্তা করে নেইমারের জন্য সামনের দিনগুলো কঠিন মনে করছেন পেলে। তিনি বলেন, ‘তবুও এটা খুব ভয়ঙ্কর যে, যখন আপনার ওপর কোনো দায়িত্ব এসে যায় সেটা পালন করা।’

নেইমার ইতিমধ্যেই ব্যালন ডি’অর জয়ের আকাঙ্খা প্রকাশ করে ফেলেছেন। যা বার্সায় থেকে তার পক্ষে মোটেও সম্ভব নয়। এমনকি লা লিগায় যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন, সেখানে তার পক্ষে সেরা হওয়া মোটেও সম্ভব নয়।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।