মেসির সঙ্গে বিরোধ নেই সাম্পাওলির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৭

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভেনেজুয়েলার। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বিশ্বকাপে খেলতে পারবে কী পারবে না- তার সম্ভাবনা টিকিয়ে রাখতে মাঠে নামবে লিওনেল মেসি অ্যান্ড কোং। তার আগে গুজব ছড়িয়ে পড়ে নতুন কোচ হোর্হে সাম্পাওলির সঙ্গে বিরোধ বেধেছে দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসির।

তবে এ অভিযোগকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্বয়ং আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর সমালোচনার ঝড় ওঠে আর্জেন্টিনাজুড়ে। কারণ, ওই ম্যাচে জিততে পারলে আর্জেন্টিনা বিশ্বকাপে সরাসরি খেলার পথে অনেকদুর এগিয়ে যেতে পারতো। কিন্তু গোলশূন্য ড্র করার কারণে মেসির দেশ এখন রয়েছে পাঁচ নম্বরে।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বও প্রায় শেষ হয়ে আসার মুহূর্তে। আর্জেন্টিনার হাতে আছে আর তিনটি মাত্র ম্যাচ। এর মধ্যে দুটি ঘরের মাঠে ভেনেজুয়েলা, পেরু এবং শেষটি ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে, ঘরের মাঠে দুই ম্যাচে অবশ্যই জিততে হবে তাদের। ইকুয়েডরের কাছেও হারা যাবে না। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ম্যাচের ফলাফলের দিকেও। তাহলেই হয়তো সেরা চারের মধ্যে থাকতে পারবে তারা। পঞ্চম হলেও খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। সেরা ৫ দলের বাইরে থাকলে তো বিশ্বকাপই খেলা হবে না মেসিদের।

ভেনেজুয়েলার মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা মিডিয়ায় রিপোর্ট প্রকাশ হয়েছে, মেসির সঙ্গে সম্পর্ক ভালো নেই হোর্হে সাম্পাওলির। তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সাম্পাওলি মমস্ত অভিযোগ অস্বীকার করেন। বলেন, এসবই গুজব। দলকে মানসিকভাবে চাপে ফেলার জন্যই এগুলো করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আপনারা আমাকে গুজব সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আমি কখনোই গুজবে কান দেই না। আপনাকে যখন সত্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন আপনিও এ ধরনের আত্মবিশ্বাস প্রদর্শন করতে পারবেন।’

গুজবকে পুরোপুরি মিথ্যা দাবি করে সাম্পাওলি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমি বলবো এটা ভুল, মিথ্যা। এমন অনেক বক্তব্য আছে যেগুলোকে আমি মিথ্যা হিসেবে আখ্যায়িত করবো। অথচ, আপনারা আমাকে তেমনই এক গুজব সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সম্ভবত এটা আমাদেরকে আঘাত দেয়ার উদ্দেশ্যেই।’

সময়টাকেই তিনি খুব খারাপ হিসেবে উল্লেখ করলেন। আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমরা এমন এক সময়ে বসবাস করছি। যখন সব কিছু পুরোপুরি মিথ্যা দিয়ে ঢাকা। একটি মিথ্যাকে এমনভাবে হাজারবার উচ্চারণ করা হয়, যে সেটা যেন সত্যে পরিণত হয়ে যায়। তবে এটা খুব লজ্জাজনক। কারণ, গুজবকে মূল্য দিতে চাই। অথচ, এমন গুজব ছড়ানো হয়, যেগুলোতে সত্যের লেশমাত্র নেই। আমার মনে হয়, এমন কেউ আছে যিনি চান আর্জেন্টিনা বিশ্বকাপ না খেলুক। তারাই হয়তো উপযাচক হয়ে এই গুজব ছড়াচ্ছেন আমাদেরকে মধ্যে বিবেধ তৈরি করা জন্য।’

আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।