রেকর্ড ভেঙে পেলের শুভেচ্ছা পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৭

শুধুমাত্র ক্লাবের জার্সি গায়েই নয়, জাতীয় দলের জার্সি গায়েও দুর্দান্ত এক ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশকে তিনি উপহার দিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। খেলেছেন কনফেডারেশন্স কাপের সেমিফাইনাল। আগামী বিশ্বকাপে খেলার দৌড়েও নিজের দেশকে অনেকখানি এগিয়ে রেখেছেন রোনালদো।

গত বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাই পর্বে ফারো আইল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার হ্যাটট্রিকে সেদিন ফারো আইল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছিল পর্তুগাল।

সেই হ্যাটট্রিকেই কিংবদন্তি ব্রাজিলিয়ান পেলের রেকর্ড ছাড়িয়ে গেলেন সিআর সেভেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৭৭ গোল করেছেন পেলে। হ্যাটট্রিক করে পেলেকে টপকে গেলেন রোনালদো। তার গোলসংখ্যা এখন ৭৮টি। ম্যাচ খেলেছেন ১৪৪টি। ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাই পর্বে ৭ ম্যাচে ১৪ গোল করে ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতার আসনে বসে আছেন তিনি।

যদিও জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডধারী আদৌ কখনও রোনালদো হতে পারবেন কি না সন্দেহ। কারণ, রোনালদোর আগে রয়েছেন আরও চারজন। ৭৯ গোল নিয়ে জাম্বিয়ার চিতালুর ৭৯ গোল, জাপানের কামামোতোর ৮০ গোল, হাঙ্গেরির পুসকাসের ৮৪ এবং ইরানের আলি দায়ি করেছেন ১০৯ গোল।

রেকর্ড ভেঙে দেয়ার পর ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের শুভেচ্ছা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অভিনন্দন জানিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোকে অভিনন্দন। কারণ, সে আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সেরা পাঁচে প্রবেশ করলো। ব্র্যাভো।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।