‘নেইমারকে চ্যালেঞ্জ জানাতে পারে কুটিনহো’

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ৩১ আগস্ট ২০১৭

ব্রাজিল দলের সেরা খেলোয়াড় কে? উত্তরে নেইমারের নামটাই চলে আসবে সবার আগে। গত কয়েকটি বছর নেইমারেই সওয়ার হচ্ছে সেলেকাওরা। ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিকে স্বর্ণ এনে দিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ানরা তা ভুলবেন না। ভুলতে পারছেন না ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদোও।

নেইমারের প্রশংসায় রিভালদো আরও বলেন, ‘নেইমার এখনও ব্রাজিল দলের প্রাণভোমরা। আমরা সবাই দেখেছি, জাতীয় দলের হয়ে অলিম্পিকে অসাধারণ খেলেছে। দেশকে প্রথমবারের মতো এনে দিয়েছে স্বর্ণ।’

ব্রাজিল দলে নেইমারকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো খেলোয়াড় আছেন? তিনি কে? ২০০২ সালে বিশ্বকাপজয়ী রিভালদো মনে করেন, নেইমারকে চ্যালেঞ্জ জানাতে পারেন ফিলিপে কুটিনহো। তবে লিভারপুলে খেলে নয়, তাকে যেতে হবে বার্সেলোনায়। তাহলেই কিনা এটা সম্ভব হবে কুটিনহোর জন্য।

বার্সার ক্যারিয়ারই বদলে দিয়েছে নেইমারকে। রিভালদোর ভাষায়, ‘সব কিছু বিবেচনা করলে দেখবেন, নেইমার সান্তোস ছেড়ে বার্সেলোনায় গিয়েই সব অর্জন করেছে। ব্রাজিল দলে নেইমারকে চ্যালেঞ্জ জানানো যে কারো জন্যই কঠিন। কিন্তু ফিলিপে কুটিনহো বার্সায় পাড়ি জমালে পরিস্থিতির পরিবর্তন আসতে পারে। মানে, নেইমারকে চ্যালেঞ্জ জানাতে পারে সে!’

‘আমরা জানি, বার্সেলোনা বিশ্বসেরা ক্লাবের একটি। লিভারপুলকে সম্মান জানিয়েই বলছি। বিশ্বের দুই-তিনটি দলই এখন তাকে নিয়ে কথা বলতে পারে। আপনি বড় ক্লাবে খেললে জাতীয় দলেও আপনার কদর বাড়বে।’-যোগ করেন বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান ফুটবলার।

এনইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।