কুটিনহোকে পেতে এবার ১৬০ মিলিয়নের প্রস্তাব বার্সার
নেইমার চলে যাওয়ায় বার্সেলোনার আক্রমণভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এটা বলা বাহুল্য। নেইমারের বিপল্প খুঁজছে কাতালান ক্লাবটি। রেকর্ড ট্রান্সফার-ফিতে (১৪৭ মিলিন ইউরো) উসমানে ডেম্বেলেকে দলে ভিড়িয়েছে বার্সা। তবে ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড কি পারবেন নেইমারের অভাব পূরণ করতে?
বার্সা বসে নেই। আরও বিকল্প হাতে রাখতে চাইছে কাতালানরা। তাদের পছন্দের তালিকায় রয়েছেন পিএসজির ডি মারিয়া ও লিভারপুলের ফিলিপে কুটিনহো। সবচেয়ে বেশি পছন্দ ব্রাজিলিয়ান কুটিনহোই।
এর আগে কুটিনহোকে পেতে তিনবার প্রস্তাব দিয়েছিল বার্সা। লিভারপুল সেই প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছিল। কারণ অলরেডসদের আক্রমণভাগে কুটিনহোকে খুবই দরকার। তাতে কী? বার্সারও যে দরকার কুটিনহোকে।
দলবদলের সময়ও খুব একটা নেই। বাকি নেই ৪৮ ঘণ্টাও। তাই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পেতে শেষ চেষ্টাটাই চালাচ্ছে বার্সা। কুটিনহোকে পেতে এবার ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আর্নেস্তো ভালভার্দের দল। দেখা যাক, এই প্রস্তাবেও লিভারপুল সাড়া দেয়, নাকি আগের মতোই ফিরিয়ে দেয়? সময়ই সব বলে দেবে!
এনইউ/জেআইএম