আগামী বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:১৬ এএম, ২৭ আগস্ট ২০১৭

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের দশম আসর অনুষ্ঠিত হবে আগামী বছর ঢাকায় ৪ থেকে ১৫ সেপ্টেম্বর। রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

টুর্নামেন্ট হওয়ার কথা ছিল এ বছর ডিসেম্বরে। ইন্ডিয়া সুপার লিগের (আইএসএল) কারণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্ট পিছিয়ে চলে গেছে পরের বছর। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর আগে চ্যাম্পিয়নশিপের তারিখ নির্ধারণ করেছিল আগামী বছর ১ থেকে ১২ মে। সাফের মার্কেটিং এজেন্ট লাগারদের স্পোর্টস মে মাসে এ টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী না হওয়ায় টুর্নামেন্ট পেছাল আরেক ধাপ।

বিজ্ঞাপন

মে মাসে এএফসি কাপের খেলা আছে। ওই সময় টুর্নামেন্ট হলে কোনো কোনো দেশ পূর্ণশক্তির দল নাও পাঠাতে পারে। তাতে টুর্নামেন্টের মান কিছুটা কমতে পারে আশঙ্কা করে মার্কেটিং এজেন্ট মে মাসের বিকল্প ভাবতে অনুরোধ করেছিল সাফকে। রমজান ও বিশ্বকাপের কারণে টুর্নামেন্ট নিয়ে যাওয়া হয়েছে সেপ্টেম্বরে।

আরআই/এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।