বার্সার প্রস্তাব আবারও ফিরিয়ে দিল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১৯ আগস্ট ২০১৭

রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর থেকেই কুটিনহোকে নিতে জোর চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। সর্বশেষ ব্রাজিলের এই মিডফিল্ডারকে কিনতে প্রায় সাড়ে ১২ কোটি ইউরোর প্রস্তাব দেয় বার্সেলোনা। কিন্তু বার্সার তৃতীয় প্রস্তাবটিও ফিরিয়ে দিয়েছে লিভারপুল।

সম্প্রতি বার্সা মহাব্যবস্থাপক পেপ সেগুরা দাবি করেন ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে চুক্তি করার খুব কাছাকাছি অবস্থায় আছে তারা। তবে এ নিয়ে লিভারপুল কোচ ক্লপ বলেন, “তারা কেন এসব বলছে আমি জানি না। এমনকি আমি তাদের চিনিও না, তার সঙ্গে আমার কখনও দেখাও হয়নি।”

এদিকে পিঠের চোটের কারণে লিভারপুলের হয়ে এখনো মাঠে নামা হয়নি গত জানুয়ারিতে লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করা কুটিনহোর। আজও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও খেলবেন না এই তারকা।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।