ফয়সালের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৮ আগস্ট ২০১৭

চ্যাম্পিয়নের মতোই অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ। শুক্রবার নেপালের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কিশোর ফুটবলাররা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। প্রথমার্ধে ৩ গোলে এগিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।

২৮ মিনিটে বক্সের মাথা থেকে নিজের ও দলের প্রথম গোল করে ফয়সাল আহমেদ। ৩২ মিনিটে ফয়সাল বক্সের মাথা থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির ঠিক আগে বক্সের ডান কোণা থেকে নাজমুল বিশ্বাস গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন ফয়সাল।

Faisal

এ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে ২২ আগস্ট ভুটানের বিপক্ষে। ২০ আগস্ট গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে ভুটান ও শ্রীলঙ্কা। ওই ম্যাচ ড্র হলেই বাংলাদেশের শেষ চারে ওঠা নিশ্চিত হবে। ২০১৫ সালে সিলেটে অনুষ্ঠিত তৃতীয় অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

আরআই/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।