বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ডর্টমুন্ডও

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ এএম, ১১ আগস্ট ২০১৭

রেকর্ড পারিশ্রমিকে বার্সা ছেড়ে নেইমারের পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই তার জায়গা পূরণের জোড় চেষ্টা করছে ক্যাতালান ক্লাবটি। প্রথমেই তারা নজর দেয় লিভারপুল তারকা কুতিনহোর দিকে। এরপর নজর দেয় বরুসিয়া ডর্টমুন্ডের ডেম্বলের দিকে। তবে লিভারপুলের পর ডর্টমুন্ডও তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার ক্লাবের অনুমতি ছাড়াই অনুশীলনে ছিলেন না ডেম্বেলে। ফলে বার্সায় যোগ দেওয়ার বিষয়টি আরো জোরালো হয়। কিন্তু একটু পরেই ডর্টমুন্ড বিবৃতিতে জানায়, ‘ডেম্বেলের সম্ভাব্য ট্রান্সফার নিয়ে কাতালান ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ডের একটা বৈঠক হয়েছে। তবে বার্সার দেওয়া প্রস্তাবটি এই খেলোয়াড়ের সামর্থ্য, মান বা ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে বর্তমান বাজার পরিস্থিতি কোনোটার সঙ্গেই মানানসই নয়। তাই প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত মৌসুমে ডর্টমুন্ডে অভিষেক হওয়ার পর ৪৯ ম্যাচে ১০টি গোল করেছেন ডেম্বেলে। সহায়তা করেছেন ২১টি গোলে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।