যুব ফুটবলারদের প্রস্তুতি শুরু

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৯ আগস্ট ২০১৭

অনুর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে নেমে পড়েছেন যুব ফুটবলাররা। আগামী ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়নশিপ। অক্টোবরে তাজিকিস্তানে বসবে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। এ দুটি টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৩৫ ফুটবলারকে প্রাথমিক ক্যাম্পে ডেকেছে।

ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শেষ করে ছুটিতে গিয়েছিলেন প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ড। বুধবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা। তার আগেই ডাক পাওয়া খেলোয়াড়রা রিপোর্ট করেছেন ম্যানেজোর আমিরুল ইসলাম বাবুর কাছে। বৃহস্পতিবার ওর্ডের অধীনে শুরু হবে অনুশীলন।

ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা হলেন-
বিপলু আহমেদ (মোহামেডান), বিশ্বনাথ ঘোষ (শেখ রাসেল), রাকিব, নিপু (শেখ জামাল), টুটুল হোসেন বাদশা (আবাহনী), জাফর (চট্টগ্রাম আবাহনী), আলমগীর, মনিরুল, অসাই মং, মুন্না (মুক্তিযোদ্ধা), অনিক, মাহবুব, আতিক, প্রিতম (আরামবাগ), লিঙ্কন, লিমন (রহমতগঞ্জ), সুজন, সাঈদ (ফরাশগঞ্জ), রহমত, সাদ্দাম, স্বাধীন, রিয়াদ, আল-আমিন (সাইফ এসসি), ইসা ফয়সাল (পুলিশ), সাব্বির, সাইফ (ভিক্টোরিয়া), আরমান, আবু সৈয়দ (অগ্রনী ব্যাংক), আওরঙ্গজেব (বাসাবো তরুণ সংঘ), ইমন, মার্কনি জয় তুদু, শান্ত রায় (বিকেএসপি), মেহেদী হাসান ফাহাদ (যশোর), ওমর ফারুক মিঠু (কুড়িগ্রাম)।

আরআই/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।