মতিন মিয়ার গোলে সাইফের ঐতিহাসিক জয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৫ আগস্ট ২০১৭

নবাগত বলেই প্রথম ম্যাচ খেলতে হয়েছিল চ্যাম্পিয়ন আবাহনীর সঙ্গে। তাই তো প্রথমবার প্রিমিয়ারে ওঠা দলটির অভিষেক ম্যাচটি জেতা হয়নি। তবে দ্বিতীয় ম্যাচেই তারা পেয়েছে ঐতিহাসিক জয়টি। লিগের এখনো ২০ ম্যাচ সামনে। আরো জয় নিশ্চিয়ই পাবে নতুন দলটি; কিন্তু শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগকে ১-০ গোলে হারিয়ে যে জয়টি তুলে নিয়েছে সেটা ঐতিহাসিকই সাইফ স্পোর্টিং ক্লাবের জন্য। প্রিমিয়ার লিগে তাদের প্রথম জয় বলে কথা।

সাইফ স্পোর্টিং ক্লাবকে ঐতিহাসিক এ জয়টি উপহার দিয়েছেন মতিন মিয়া। এক সময় রংমিস্ত্রির কাজ করা মতিন ৯ মিনিটে গোল করে এগিয়ে দেন দলকে। ওই গোল ধরে রেখে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ পাওয়ারটেকের ফুটবল দলটি। মতিন ছিলেন সর্বশেষ চ্যাম্পিয়শিপ লিগের সেরা খেলোয়াড়। সাইফ স্পোর্টিং ক্লাব যখন কলকাতায় ক্যাম্প করেছিল তখন ইস্টবেঙ্গল ক্লাবের নজরেও পড়েছিলেন তিনি। সেই মতিন নায়ক হলেন সাইফ স্পোর্টিং ক্লাবকে ‘প্রথম জয়’ উপহার দিয়ে।

রিয়াদুলের ক্রস আরামবাগের গোলরক্ষক আক্কাসের হাত ফসকে বেরিয়ে গেলে মতিন টোকা দিয়ে বল পাঠিয়ে দেন জালে। মতিন মিয়ার পর গোলদাতার তালিকায় নাম বসাতে পারতেন রহিম মিয়াও; কিন্তু ২৩ মিনিটে হেমন্তের ক্রস থেকে ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেননি তিনি। গোলরক্ষককে একা পেয়েও শট না নিয়ে কাটব্যাক করতে গিয়ে সুযোগ হাতছাড়া করেন রহিম।

মতিনও পেয়েছিলেন দ্বিতীয় গোল করার সুযোগ। দ্বিতীয়ার্ধের শুরুতে বল নিয়ে আরামবাগের বক্সে ঢুকে যে শট নেন তা রুখে দেন গোলরক্ষক আক্কাস। এটি আরামবাগের দ্বিতীয় হার। প্রথম ম্যাচে তারা হেরেছিল রহমতগঞ্জের কাছে।

আরআই/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।