নেইমারকে যা বললেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ০৪ আগস্ট ২০১৭

সব নাটকীয়তাকে হার মানিয়ে ট্রান্সফারের বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর (প্রায় ২ হাজার ১১৯ কোটি টাকা) বিনিময়ে অবশেষে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমালেন নেইমার। বিদায়ী বন্ধুকে আগেই শুভ কামনা জানিয়েছেন মেসি। এবার নেইমারকে 'কখনও বদলে না যাওয়ার' আহ্বানও জানালেন আরেক সতীর্থ লুইস সুয়ারেজ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে সতীর্থকে শুভ কামন জানিয়ে উরুগুয়ে স্ট্রাইকার লেখেন, "তোমার আগামীর সবকিছুর জন্য মঙ্গল কামনা করছি। তোমার সঙ্গে থেকে যা কিছু শিখেছি এবং এক সঙ্গে যেসব দারুণ মুহূর্ত কাটিয়েছি-সেসবের জন্যও তোমাকে ধন্যবাদ। কখনও বদলে যেও না, তোমাকে ভালোবাসি ছোট ভাই।"

এর আগে ইন্সটাগ্রামে নেইমারকে শুভ কামনা জানিয়ে মেসি লেখেন, ‘এটা আনন্দের বিষয় যে, তোমার (নেইমার) সঙ্গে বছরগুলো কেটেছে দারুণভাবে। তোমার জীবনের নতুন অধ্যায় আরও বর্ণিল হোক। এই শুভকামনাই রইল।’

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।