নেইমার ইস্যুতে পিএসজির বিরুদ্ধে লড়াইয়ে যাবেন লা লিগা সভাপতি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ০২ আগস্ট ২০১৭

সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমার। বার্সেলোনার আক্রমণভাগে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে দারুণ জুটি তার। যা পরিচিতি লাভ করেছে ‘এমএসএন’ নামে। এবার সেই জুটি ভাঙতে চলেছে।

বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর অপেক্ষায় নেইমার। কাতালান ক্লাবটি ছাড়ার অনুমতিও পেয়ে গেছেন নেইমার। যেকোনো সময় পিএসজির সঙ্গে চুক্তি হয়ে যেতে পারে এই ব্রাজিলিয়ানের।

নেইমার পাচ্ছেন রেকর্ড ট্রান্সফার ফি- ২২২ মিলিয়ন ইউরো। দলবদলের ইতিহাসে যা বিশ্ব রেকর্ডই। তবে নেইমারকে হারিয়ে বড় ক্ষতিই হলো স্প্যানিশ ফুটবলের। লিগের মূল্যবান এক ফুটবলার হারিয়ে খুবই হতাশ লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস।

নেইমার ইস্যুতে পিএসজির বিরুদ্ধে লড়াইয়ে যাবেন লা লিগা সভাপতি। বলেন, ‘ক্লাব ও দেশের জন্য অর্থনৈতিকভাবে বড় ক্ষতিই হলো। এটা একদম পরিষ্কার। পিএসজির মতো ক্লাবের থেকে এই অর্থ আমরা গ্রহণ করব না। কারণ এই দলটি লা লিগার নয়। আমাদের সংগঠনের পক্ষ থেকে লড়াইয়ে নামব। বিশেষ করে উয়েফার নিয়ম ভঙ্গ করেছে ফরাসি ক্লাবটি।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।