বায়ার্নকে হারিয়ে অডি কাপের ফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২০ এএম, ০২ আগস্ট ২০১৭

মৌসুম শুরুর আগে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিচ্ছে লিভারপুল। মঙ্গলবার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিককে ৩-০ গোলে হারিয়ে অডি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ক্লপের শিষ্যরা।

নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে শুরু থেকেই বায়ার্নের উপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে ইংলিশ জায়ান্ট লিভারপুল। এরই ধারাবাহিকতায় ম্যাচের সপ্তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন সেনেগাল তারকা সাদিও মানে। ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোমা থেকে এই মৌসুমে দলে যোগ দেওয়া মোহাম্মদ সালেহ।

বিরতি থেকে ফিরে দলে পরিবর্তন আনলেও ম্যাচের নিয়ন্ত্রণ আর নিতে পারেনি বায়ার্ন। উল্টো ম্যাচের ৮৩ মিনিটে ড্যানিয়েল স্টুয়ার্জ গোল করলে ৩-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় জার্মান চ্যাম্পিয়নদের। ফাইনালে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে অল রেডরা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।