আদালতে হাজিরা দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ৩১ জুলাই ২০১৭

মৌসুম শুরুর আগেই আদালতে হাজিরা দিতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। লিওনেল মেসি, নেইমারদের মত তাকেও কর ফাঁকির মামলায় আদালতে হাজিরা দিতে হলো। সোমবার সকালে কর ফাঁকির মামলায় মাদ্রিদের একটি আদালতে হাজিরা দিলেন রিয়ালের পর্তুগিজ তারকা। মেসির মত রোনালদোও শুরু থেকে বলে আসছিলেন, তিনি এ ব্যাপারে পুরোপুরি নির্দোষ।

আজ সাত সকালেই আদালতে হাজির হন রিয়াল মহা তারকা। রোনালদো তার ওপর অভিযোগ যদিও উড়িয়ে দিয়েছেন; কিন্তু উল্টো কথা বলছে স্পেনের আয়কর বিভাগ। তাদের মতে ২০১১-১৪ পর্যন্ত ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন সিআর সেভেন।

এ কারণেই মেসির মত তিনিও যদি এটা অস্বীকার করেন তাহলে এরপর তাঁকে ট্রায়ালে ডাকা হবে। আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলে তাকে জরিমানা সমেত ৫০ মিলিয়ন ইউরো দিতে হবে।

স্পেনের আয়কর বিভাগ কর আদায়ের ব্যাপারে বেশ কড়া। শুধু মেসি-রোনালদোই নন এর আগে ফ্যাবিও কোয়েন্ত্রাও, পেপে, এঞ্জেল ডি মারিয়া ও রিকার্ডো কার্ভালহোর মতো খেলোয়াড়দের নাম কর ফাঁকিতে জড়িয়ে গিয়েছিল।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।