পিএসজি নিয়ে ঘোষণা দিক নেইমার : ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৯ জুলাই ২০১৭

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলায় মনযোগ দেবে কী, সবাই যে একটা অস্বস্তিকর অবস্থায় রয়েছে নেইমারকে নিয়ে! ব্রাজিলিয়ান এই তারকা বার্সায় থাকবে কি থাকবে না- এটা এখনও পুরোপুরি ঝুলন্ত একটি বিষয়। কেউ নিশ্চিত হতে পারছে না, নেইমার কী আসলে ন্যু ক্যাম্পে থাকবেন না কি থাকবেন না। এ নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতিও সৃষ্টি হচ্ছে বার্সার ড্রেসিং রুমে। এমনকি নেইমারের সঙ্গে মারামারি পর্যন্ত হয়ে গেছে সতীর্থ ডিফেন্ডার নেলসন সেমেদোর সঙ্গে।

বিষয়টা নিয়ে বেশ বিরক্ত বার্সেলোনার বাকি ফুটবলাররা। সবার পক্ষ হয়ে মিডিয়ার সামনে আজ অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা সরাসরি বললেন, ‘আমরা চাই না নেইমার বার্সা ছেড়ে চলে যাক। তবুও বিষয়টা তার একান্ত ব্যক্তিগত। সে যদি নাই থাকে, পিএসজিতে চলে যেতে চায়, তাহলে আমি অনুরোধ করবো যেন এ নিয়ে তিনি (নেইমার) মুখ খোলেন। তিনি যেন বিষয়টা নিজ মুখে ঘোষণা দেন।’

বার্সেলোনার বাকি খেলোয়াড়দের বিষয়টা আর মোটেও সহ্য হচ্ছে না। তারা চান দ্রুতই এই পরিস্থিতির অবসান হোক। নেইমার থাকতে চাইলে ঘোষণা দিক, ‘আমি আছি।’ না চাইলেও বলুক, ‘পিএসজিতে যাচ্ছি।’

এল ক্ল্যাসিকোর আগে মিয়ামিতে এক সংবাদ সম্মেলনে ইনিয়েস্তা বলেন, ‘মিডিয়ার পক্ষ থেকে এ বিষয়ে আমাদের কাছে কিছু জানতে চাওয়া হোক- বিষয়টা একদমই পছন্দ করি না। আমরা সবাই চাই এই পরিস্থিতির অবসান হোক। এটা একমাত্র সম্ভব, নেইমারকেই এ নিয়ে মুখ খুলতে হবে। আমরা চাই সে আমাদের সঙ্গেই থাকুক। একই সঙ্গে আমরা চাই, তার দল ছাড়া নিয়ে যে গোলমাল তৈরি হয়েছে তারও একটা সমাধান হোক। শান্তি ফিরিয়ে আনতে পারলে তা সবার জন্যই মঙ্গলজনক।’

নেইমারের বাই আউট ক্লজ ২২২ মিলিয়ন ইউরো (প্রায় ২ হাজার কোটি টাকা) পরিশোধ করতে রাজি পিএসজি। এতবড় মূল্যের হাতছানি, বার্সা ছেড়ে দেবে কিভাবে? এ নিয়ে একটা ধুম্রজাল যখন তৈরি হয়েছে, তখন ইনিয়েস্তাই সেটা পরিস্কার করলেন। তিনি বলেন, ‘২২২ মিলিয়ন ইউরো পাওয়ার চেয়ে আমাদের ক্লাব একজন ভালো ফুটবলারকে ধরে রাখার পক্ষেই সবচেয়ে বেশি। আমরাও চাই সেটা। টাকা বড় কথা নয়।

ইনিয়েস্তা বলেন, ‘নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তিনি আমাদের অনেক কিছুই দিয়েছেন। আমি আশা করবো, নেইমার বার্সায় থাকবেন এক-দুই বছর নয়, দীর্ঘ সময়ের জন্য। এটাই আমার একমাত্র ইচ্ছা। আমি বলছি না, তাকে বিক্রি করলে ক্লাব ২০০ কিংবা ৩০০ মিলিয়ন ইউরো লাভ করবে। কারণ, টাকার চেয়েও দলের জন্য তাকে খুব দরকার। আমি আমার দলের জন্য সেরাটাই চাইব এবং আমার মনে হয় তিনি অন্যতম সেরা।’

নেলসন সেমেদোর সঙ্গে নেইমারের মারামারি প্রসঙ্গে ইনিয়েস্তা বলেন, ‘অনুশীলনের অংশ হিসেবেই এ ধরনের পরিস্থিতি (ম্যাচ খেলা) তৈরি করা হয়। এটা সাধারণত হয় না। তবুও এটা ঘটে গেছে।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।