রিয়াল ছেড়ে চেলসিতে মোরাতা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৫ এএম, ২০ জুলাই ২০১৭

চেলসির বর্তমান কোচ আন্তোনিও কন্তে জুভেন্তাসে থাকতেই খুব করে চেয়েছিলেন আলভারো মোরাতাকে কেনার জন্য। পাঁচ বছরেরও বেশি সময় ধরে তার সেই চেষ্টা অবশেষে সফল হলো চেলসিতে এসে। রেকর্ড অর্থে মোরাতাকে রিয়াল মাদ্রিদ থেকে ছিনিয়ে নিল ইংলিশ চ্যাম্পিয়নরা। ম্যানইউকে পরাজিত করেই মোরাতাকে স্বাক্ষর করাল চেলসি।

ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, স্প্যানিশ স্ট্রাইকারকে কিনতে ৭০ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৭৩৭ কোটি টাকা) বিনিময়ে চুক্তি করছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল। 

তবে এবারের দলবদলের বাজারে চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তের প্রথম পছন্দ ছিলেন রোমেলু লুকাকু; কিন্তু ম্যানইউই তাকে ছিনিয়ে নিয়েছে। এ ছাড়াও চেলসির হাতছাড়া হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার পিয়ের এমরিক আবুমেয়ং। 

এরপরই মোরাতাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। স্প্যানিশ স্ট্রাইকারকে নিতে ধুন্দুমার লড়াই করেছিল ম্যানইউও। কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ২৪ বছর বয়সি স্প্যানিশ তারকাকে ছিনিয়ে নিয়ে দল বদলে সেরা চমক দিলেন চেলসি কর্তারা।

মোরাতা অবশ্য এই মুহূর্তে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে সেখানে প্রাক-মৌসুম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপ খেলবেন। ফলে সংশয় তৈরি হয়েছে তার ডাক্তারি পরীক্ষার জন্য লন্ডনে আসা নিয়ে। 

চেলসি কর্মকর্তারা অবশ্য তা নিয়ে একেবারেই চিন্তিত নয়। দু’বছরের নতুন চুক্তিতে সই করে বুধবারই দল নিয়ে বেইজিং পৌঁছেছেন কন্তে। চিনে তিনটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে চেলসির।

মোরাতাকে পেলেও রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার দানিলোকে পাওয়ার আশা শেষ চেলসির। দানিলো স্বাক্ষর করছেন ম্যাঞ্চেস্টার সিটিতে। ফলে ফের জুভেন্তাস ডিফেন্ডার আলেক্স সান্দ্রোকে নিতে তৎপর হয়ে উঠল ব্লুজরা।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।