রিয়ালের সঙ্গে বিচ্ছেদের আলাপ করতে যাচ্ছেন আনচেলত্তি!
কোচিং ক্যারিয়ারে কার্লো আনচেলত্তির জন্য বাজে একটা মৌসুম। ২০২৪-২০২৫ মৌসুমে দুটি প্রধান শিরোপা- চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ কোপা দেল রে ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। লা লিগার শিরোপাও হাতছাড়া হওয়ার পথে। এই প্রতিযোগিতায় মৌসুমের মাত্র পাঁচ ম্যাচ বাকি থাকতেও টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ৪ পয়েন্ট পিছিয়ে রিয়াল। এমন অবস্থায় কী ভাবছেন আনচেলত্তি, সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন নাকি বিদায় নেবেন?
এখনো স্পষ্ট করে কিছু জানাননি আনচেলত্তি। তবে ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন নিজস্ব সূত্রের মাধ্যমে জানতে পেরেছে, সান্তিয়াগো বার্নাব্যুতে আর থাকবেন না ইতালিয়ান মাস্টারমাইন্ড। মৌসুম শেষ হলেই রিয়ালকে 'গুড বাই' বলে দেবেন। ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আগামী কয়েক দিনের মধ্যেই বিচ্ছেদের আলাপে বসবেন আনচেলত্তি।
৬৫ বছর বয়সী কোচের সঙ্গে রিয়ালের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। চলতি মৌসুমে বার্সার বিপক্ষে তিনটি এল ক্লাসিকোতেই হার ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন উঠেছে।
ইএসপিএন গত সপ্তাহে জানিয়েছিল, ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং আনচেলত্তির প্রতিনিধিদের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে।
সূত্র ইএসপিএনকে জানিয়েছে, আনচেলত্তি ও পেরেজ আগামী কয়েক দিনের মধ্যে সাক্ষাৎ করবেন। প্রত্যাশা করা হচ্ছে, মৌসুমের শেষ ম্যাচ (রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে) পর ক্লাব ছাড়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাবেন আনচেলত্তি।
আনচেলত্তি রিয়ালের ইতিহাসের অন্যতম সফল কোচ। সান্তিয়াগো বার্নাব্যুতে দুই দফায় তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জিতেছেন তিনি।
গেল শনিবারের হারের পর সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, ‘আমি থাকবো কি না, তা এখন বলার সময় নয়। এটা পরবর্তী কয়েক সপ্তাহের বিষয়। আমরা এখনো শিরোপার (লা লিগা) জন্য লড়াই করছি। আমি এখন আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই না। মৌসুম শেষে ক্লাবের সাথে আলোচনা করবো।’
‘আমি সবসময় ক্লাবের সাথে দুর্দান্ত সম্পর্ক রেখেছি। এখানে কোনো ঝামেলা হবে না’- যোগ করেন আনচেলত্তি।
আনচেলত্তি রিয়ালের দায়িত্ব ছাড়লে নতুন কোচ কেন হবেন, তা নিশ্চিত করেনি ইএসপিএন সূত্র। তবে জানিয়েছে, সম্ভাব্য স্বল্পমেয়াদী পরিকল্পনা হবে অন্তর্বর্তী কোচ নিয়োগ। সেক্ষেত্রে রিয়ালের দায়িত্ব নিতে পারেন ক্লাবের ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারি, কাস্তিয়া কোচ রাউল গঞ্জালেজ বা অনূর্ধ্ব-১৯ দলের কোচ আলভারো আরবেলোয়া।
এমএইচ/জিকেএস