অ্যাগুয়েরোর রেকর্ড ভেঙে সবার ওপরে সালাহ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৮ এপ্রিল ২০২৫

অ্যানফিল্ডে অন্যরকম এক রাত কাটালেন মোহাম্মদ সালাহ। হাজার হাজার ভক্ত-সমর্থকদের নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় শিরোপা জিতলেন তিনি। ক্লাবেরও দ্বিতীয় শিরোপা জয়ে গোল করে অবদানও রেখেছেন মিশরীয় তারকা।

ঘরের মাঠে গতকাল রোববার টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে হারিয়েছে লিভারপুল। এই ম্যাচে অলরেডদের হয়ে চতুর্থ গোলটি করেন সালাহ। দুর্দান্ত এই গোল করে প্রিমিয়ার লিগের ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন লিভারপুল ফরোয়ার্ড। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও অ্যাগুয়েরোকে পেছনেে ফেলেছেন ৩২ বছর বয়সী মিশরীয় তারকা।

রোববার সালাহর গোলটি ছিল প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের ১৮৫তম গোল। ইতিহাসগড়া এই গোলের পর কপ এন্ডে গিয়ে এক ভক্তের ফোন নিয়ে সেলফি তোলেন সালাহ। ভক্তদের চিৎকার আর ‘‘মো সালাহ’’ স্লোগানের মাঝে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে স্মরণীয় মুহূর্তটি ধারণ করেন তিনি।

ম্যাচ শেষে সালাহ বলেন, ‘ভক্তদের সামনে প্রিমিয়ার লিগ জেতা সত্যিই বিশেষ কিছু। এটা পাঁচ বছর আগের চেয়ে অনেক বেশি আনন্দের, কোনো সন্দেহ নেই। পাঁচ বছর পর আবার এভাবে শিরোপা জয়, আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অনুভূতি।’

এর আগে গেল মার্চে সাউদ্যাম্পটনের বিপক্ষে জোড়া গোল করে অ্যাগুয়েরোর রেকর্ড ছুঁয়েছিলেন সালাহ। এবার টটেনহ্যামের বিপক্ষে গোল করে তাকে ছাড়িয়ে গেছেন।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ ২৯৭টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন। তার প্রথম দুই গোল অবশ্য এসেছিল চেলসির জার্সিতে, ২০১৪ সালে।

টটেনহ্যামের বিপক্ষে গোলটি চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সালাহর ২৮তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩তম গোল।

বর্তমানে প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে আছেন সালাহ। তার সামনে রয়েছেন অ্যান্ডি কোল (১৮৭), ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) এবং অ্যালান শিয়ারার (২৬০)।

মোহাম্মদ সালাহর এই অবিস্মরণীয় অর্জন লিভারপুলের গৌরবময় ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় যোগ করলো।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।