মেসিও জেতাতে পারলেন না মিয়ামিকে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১১ পিএম, ১৪ এপ্রিল ২০২৫

লিওনেল মেসি খেললেন পুরো ৯০ মিনিট। দারুণ কিছু গোলের সুযোগও তৈরি করলেন তিনি; কিন্তু শিকাগো ফায়ার এফসির জালে বল জড়াতে পারলেন না। এমনকি দারুণ কিছু সুযোগ তৈরি করে শিকাগোও গোল করতে পারলো না মিয়ামির বিপক্ষে। শেষ পর্যন্ত ম্যাচটা শেষ হলো গোলশূন্য ড্র’তে।

শিকোগো ফায়ার এফসির মাঠ শোলজার ফিল্ডে শেষ পর্যন্ত নায়কে পরিণত হলেন দুই দলের গোলরক্ষক। ইন্টার মিয়ামির গোলরক্ষক অস্কার উস্তারি সাতবার গোল থেকে দলকে রক্ষা করেন। শিকাগোর ক্রিস ব্র্যাডি তিনবার নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেন। সবচেয়ে বড় কথা, এই প্রথম দুই গোলরক্ষকই এই মৌসুমে কোনো এক ম্যাচে গোল হজম করেননি।

বিজ্ঞাপন

৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্র’য়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে নেমে এলো ইন্টার মিয়ামি। চলতি মৌসুমে এমএলএসে এবং সব মিলিয়ে শেষ তিন ম্যাচে এই প্রথম কোনো গোল করতে পারেনি মিয়ামি। শেষ এই তিন ম্যাচের প্রতিটিতেই পূর্ণ ৯০ মিনিট করে খেলেছেন লিওনেল মেসি।

এমএলএসে এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ ড্র করলো ইন্টার মিয়ামি। আগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে টরন্টো এফসির সঙ্গে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মেসি হয়তো গোল করতে পারেননি, তবে সোলজার ফিল্ড স্টেডিয়ামে উপস্থিত ৬২ হাজার ২৫৮জন দর্শকের মন ভরিয়ে দিয়েছেন। অন্তত দুটি শট নিয়েছেন গোল হওয়ার মত; কিন্তু একটিতে গোলরক্ষকের বীরত্বে স্কোর করতে পারেননি। অন্যটি হিট করেছিলো ক্রসবারে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ম্যাচের একেবারে শেষ দিকে এসে আরও একটি গোলের সুযোগ তৈরি করেছিলেন। লুইস সুয়ারেজকে লং বলে একটি ক্রস করেছিলেন। সুয়ারেজ বলটি ধরে বাঁ-পায়ে শট নিলেও গোলরক্ষক ব্র্যাডিকে ফাঁকি দিয়ে বাম পায়ে শট নিতে যাচ্ছিলেন, তখনই রেফারি অফসাইডের বাঁশি বাজিয়ে বসেন। ফলে গোল আর করতে পারেননি তিনি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।