ম্যানইউকে একহালি গোলের লজ্জা উপহার দিল নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৫

আর কত নিচে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড? একের পর এক লজ্জা উপহার দিয়েই যাচ্ছে রুবেন আমোরিমের শিষ্যরা। সর্বশেষ নিউক্যাসলের মাঠে গিয়ে ৪ গোল হজম করে এলো এলো রেড ডেভিলরা। বিধ্বস্ত হয়ে এলো ৪-১ গোলের বড় ব্যবধানে।

এই জয়ে ম্যানচেস্টার সিটিকে ৫ নম্বরে ঠেলে দিয়ে চারে উঠে এলো নিউক্যাসল। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। নিয়মিত কোচ এডি হাওয়ের অনুপস্থিতিতেও আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে তারা।

বিজ্ঞাপন

৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানসিটি। ৫৭ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট। আর এই হারের ফলে ৩৮ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানেই থাকলো ম্যানচেস্টার ইউনাইটেড।

এ নিয়ে এবারের মৌসুমে ১৪তম ম্যাচে হারলো রেড ডেভিলরা। ১৯৮৯-৯০ মৌসুমের পর এক মৌসুমে এতগুলো ম্যাচ আর কখনো হারেনি ম্যানইউ। এবার বাকি রয়েছে আরও ৬টি ম্যাচ। নতুন রেকর্ডটা গড়তে হয়তো আর বেশি সময় নেবে না ম্যানইউ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অসুস্থতার কারণে এডি মাঠে থাকতে না পারলেও নিজেদের মাঠ সেন্ট জেমস পার্ক স্টেডিয়ামে ধারাবাহিকতা হারায়নি নিউক্যাসল। ২৪তম মিনিটেই নিউক্যাসলকে লিড এনে দেন সান্দ্রো তোনালি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তবে ম্যানইউ গোল হজম করে বসে থাকেনি। জবাবটা দ্রুতই দিয়েছে। ৩৭তম মিনিটে ম্যানইউকে সমতায় ফেরান আলেহান্দ্রো গার্নাচো। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে ম্যানইউ পুরোপুরি ছিটকে পড়ে ম্যাচ থেকে। ৪৯তম মিনিটে নিউক্যাসলকে আবার এগিয়ে দেন হার্ভি বার্নেস। ৬৪তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি। ৭৭ মিনিটে ম্যানইউর জালে পরাজয়ের শেষ পেরেক ঠুকে দেন ব্রুনো গুইমারেস।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।