ধর্ষণ মামলা

সাবেক ব্রাজিল ফুটবলার আলভেজের সাড়ে ৪ বছরের সাজা বাতিল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৮ মার্চ ২০২৫

যৌন নিপীড়নের অভিযোগে সাড়ে ৪ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করে জয়ী হয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবল তারকা দানি আলভেজ। শুক্রবার স্প্যানিশ একটি আদালত আগের রায় বাতিল ঘোষণা করেন। অর্থাৎ বড় এক মামলা থেকে খালাস পেলেন এ তারকা।​

২০২২ সালের ডিসেম্বরে স্পেনের নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয় আলভেজকে। ওই মামলায় ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিল তারকাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন স্পেনের একটি আদালত।

বিজ্ঞাপন

যথারীতি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আলভেজ। এরপর রায়ের অপেক্ষায় থাকা সাবেক বার্সেলোনা তারকাকে ২০২৪ সালের মার্চে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।​ জামিনের জন্য আলভেজকে খরচ করতে হয়েছিল ১০ লাখ ইউরো।

শুক্রবার উচ্চতর আদালত রায় দিয়ে বলেছেন, অপরাধের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ না থাকায় সাজা বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বার্সেলোনাভিত্তিক আপিল আদালতের চারজন বিচারক সর্বসম্মতভাবে আলভেজের দণ্ড বাতিল করেছেন। নিম্ন আদালতে প্রদত্ত প্রমাণ ও সাক্ষ্য পুনরায় পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেন তারা। রায়ে উল্লেখ করেন, বাদীর সাক্ষ্যর সঙ্গে ভিডিও ফুটেজের অনেক পার্থক্য ছিল। যেখানে দেখা যায়, নারী এবং আলভেজ সেই বাথরুমে প্রবেশের আগে একসাথে ছিলেন। কিন্তু ওই নারী অভিযোগ করেন, আলভেজ তাকে সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন।​

আলভেস তার প্রজন্মের অন্যতম সফল ফুটবলার হিসেবে পরিচিত। বার্সেলোনা, জুভেন্টাস এবং প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) নের মতো শীর্ষ ক্লাবের হয়ে বহু শিরোপা জিতেছেন। ব্রাজিলের হয়ে দুটি কোপা আমেরিকা এবং ৩৮ বছর বয়সে একটি অলিম্পিক স্বর্ণপদকও অর্জন করেছেন। ২০২২ বিশ্বকাপসহ তিনটি বিশ্বকাপে অংশগ্রহণ করেন। ক্যারিয়ারের প্রধান শিরোপাগুলোর মধ্যে একমাত্র বিশ্বকাপ জেতাটাই বাকি ছিল আলভেজের।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।