নারী চ্যাম্পিয়ন্স লিগ

৬-১ গোলের দুর্দান্ত জয়ে সেমিফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০২ পিএম, ২৮ মার্চ ২০২৫

নারীদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে উলফসবুর্গকে বিধ্বস্ত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। বৃহস্পতিবার নিজেদের মাঠে ৬-১ গোলের বিশাল জয় তুলে নেয় তারা, যার ফলে দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে শেষ চারে পা রাখে স্প্যানিশ ক্লাবটি।

শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বার্সেলোনা। মাত্র ৪৫ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় তারা। সেলমা পারালুয়েলো প্রথমার্ধেই জোড়া গোল করেন, তার সঙ্গে একটি চমৎকার গোল যোগ করেন এসমে ব্রুগটস।

বিজ্ঞাপন

বিরতির পরও নিজেদের আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। বদলি হিসেবে নামা ক্লাউডিয়া পিনা দলের চতুর্থ গোলটি করেন। যদিও উলফসবুর্গের হয়ে লিনেথ বেয়ারেনস্টেইন একটি গোল শোধ করেন, তবে তা ছিল কেবল সান্ত্বনার। এরপর পিনা এবং ডিফেন্ডার মারিয়া লিওন দুটি ফ্রি-কিক থেকে গোল করে বার্সার গোল উৎসবের পূর্ণতা দেন।

এই জয়ে টানা আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে চেলসির, যারা একই দিন ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে ৩-২ ব্যবধানে শেষ চারে জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ এবং ইংলিশ ক্লাব আর্সেনাল।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।