রিয়াল মাদ্রিদকে বিদায় করে সেমিতে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৭ মার্চ ২০২৫

দুর্দান্ত কামব্যাক করলো আর্সেনালের নারী ফুটবলাররা। উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছিলো রিয়ালের নারী ফুটবল দল। ফিরতি লেগে আর্সেনালের সামনে ছিল রীতিমত অসাধ্য সাধন করার চ্যালেঞ্জ। সেমিতে উঠতে হলে রিয়াল মাদ্রিদের নারী ফুটবল দলকে অন্তত তিন গোলের ব্যবধানে হারাতে হবে আর্সেনালকে।

এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে সেই অসাধ্য সাধনের কাজটিই করেছে আর্সেনালের নারীরা। সফরকারী রিয়াল মাদ্রিদকে প্রয়োজনীয় ৩ গোলের ব্যবধানেই হারিয়েছে গানাররা। রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে ফিরতি লেগে। দুই লেগ মিলে রিয়ালের বিপক্ষে ৩-২ গোলের জয়ে সেমিফাইনালে নাম লিখলো আর্সেনাল।

বিজ্ঞাপন

আর্সেনালের হয়ে জোড়া গোল করেন অ্যালেসিয়া রুসো। অন্যটি করেন মারিওনা ক্যালাডেন্টি। মূলত দ্বিতীয়ার্ধের শুরুর ১৫ মিনিটেই রিয়ালের সর্বনাশ করে ছাড়ে আর্সেনাল। ৪৬ মিনিটে প্রথম গোল করেন অ্যালেসিয়া রুশো। ৪৯ মিনিটে মারিওনার গোলে ব্যবধান ২-০ করে ফেলে আর্সেনাল। এরপর অ্যালেশিয়া রুশো নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ৫৯ মিনিটে।

সেমিফাইনালে আর্সেনাল মুখোমুখি হবে আট বারের নারী চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসী ক্লাব লিওঁর। যারা একই রাতে তারা ৪-১ গোলে বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়ে নাম লিখেছে সেমিফাইনালে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাচ শেষে আর্সেনালের ফুটবলার জোড়া গোলদাতা অ্যালেসিয়া রুশো বলেন, ‘অসাধারণ এক ম্যাচ ছিল এটা। এখনও আমার কাছে কিছুটা অবাস্তব মনে হচ্ছে। আমি এখনও এটাকে গভীরভাবে অনুভব করতে দেইনি।’

রুশো আরও বলেন, ‘সারা সপ্তাহ ধরে আমাদের অনেক বিশ্বাস ছিল, আমরা জানতাম আমরা কী করতে চাই এবং দল হিসেবে আমরা কী করতে সক্ষম এবং আজ (বুধবার) রাতে আমরা তা করেছি।’

লিওঁ ৪:১ বায়ার্ন মিউনিখ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফরাসী ক্লাব লিওঁ নারী চ্যাম্পিয়ন্স লিগে বেশ শক্তিশালী। তাদের অতীত পরিসংখ্যান তাই বলে। বুধবার রাতেও বায়ার্নের মত দলের বিপক্ষে দুর্দান্ত খেলেছে তারা। হারিয়েছে ৪-১ গোলের ব্যবধানে।

Leon

৩৩ মিনিটে ক্লারা বুল গোল করে প্রথমে বায়ার্নকে লিড এনে দিয়েছিলেন; কিন্তু ভুলটা মনে হয় তখন তারা করেছে। তাতিয়ে দিয়েছে লিওঁকে। দ্বিতীয়ার্থে সেই তেতে থাকার সুফল দেখিয়েছে তারা।

বিজ্ঞাপন

৪৬তম মিনিটে গোল শোধ করেন মেলচি ডোমুরানি। ৫৪ মিনিটে দ্বিতীয় গোল করেন কে দিয়ানি। এরপর ৬০ মিনিটে তৃতীয় গোল আসে তাবিথা চুইঙ্গা এবং ৯০+৪ মিনিটে গোল করেন হেগেরবার্গ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।