বাংলাদেশ একাদশে হামজা চৌধুরী, নেই জামাল ভূঁইয়া

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২৫ মার্চ ২০২৫

ভারতের মেঘালয়ের শিলংয়ে হামজা চৌধুরীর লাল-সবুজ জার্সি পরার স্বপ্ন পূরণ হবে, সেটা ঠিকঠাকই ছিল। গত ১৭ মার্চ তিনি যখন ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলেন, তখন থেকেই শুরু হয়েছিল ক্ষণ গণনা। আর কিছুক্ষণ পর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ইংল্যান্ড প্রবাসী এই তারকা ফুটবলারের।

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা যে একাদশ ঘোষণা করেছেন, অনুমিতভাবেই সেই তালিকায় বড় মুখ ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

বিজ্ঞাপন

তবে শুরুর একাদশে বড় চমক। ফিরেছেন তারিক কাজী। তবে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন সেন্টার ব্যাক তপু বর্মণ।

শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে রেফারির কিকঅফ বাঁশি বাজার সাথে সাথেই বাংলাদেশের ফুটবল পা রাখবে নতুন দিগন্তে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন কোনো ফুটবলার মাঠ মাতাবেন লাল-সবুজ জার্সিতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইংল্যান্ডের আলো-বাতাসে বড় হওয়া হামজা চৌধুরী বাংলাদেশ দলে খেলার স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, ২৫ মার্চ ২০২৫ সেই যাত্রা মিশে গেছে বাস্তবে।

হামজা চৌধুরী কেবল বাংলাদেশ একাদশেরই নন, সবচেয়ে বড় মুখ দক্ষিণ এশিয়ারও। দেশের ফুটবলামোদীরা তাকিয়ে শিলংয়ের দিকে। হামজার ছোঁয়ায় বাংলাদেশ জিতবে ভারতের বিপক্ষে সেই প্রত্যাশায় প্রহর গুনছেন সবাই।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হবে বাংলাদেশ ও ভারতের এই আলোচিত ম্যাচটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশের একাদশ
মিতুল মারমা, তপু বর্মণ (অধিনায়ক), তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি, হামজা চৌধুরী, রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।