আর্জেন্টিনা কোচ স্কালোনি

‘মেসি-নেইমারের একসঙ্গে বসার ছবিই আমাদের মনে রাখা উচিত’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৫ মার্চ ২০২৫

ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মেসি নাকি নেইমার? সমর্থকদের এই দ্বন্দ্ব যেন শেষ হওয়ার নয়। মাঠের ফুটবলেও দুই দল চিরপ্রতিদ্বন্দ্বী। তবে মাঠের বাইরে মেসি-নেইমার ঘনিষ্ঠ বন্ধু।

দুজনের বন্ধুত্বের অনেক ছবিই বাঁধাই করা আছে ফুটবল আঙিনায়। সেটা বার্সেলোনার হয়ে খেলার সময় হোক কিংবা জাতীয় দলের কোনো ম্যাচের ফাঁকে।

বিজ্ঞাপন

আরেকটি ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ের আগে উস্কে দেওয়া নয়, সমর্থকদের সেই সৌহার্দ্যের কথা মনে করিয়ে দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সোমবার বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি।

সেখানে স্কালোনি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে বলেন, ‘আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ কখনই গুরুত্বহীন নয়, তবে এটি একটি ফুটবল ম্যাচ। মারাকানায় লিও (মেসি) এবং নেইমারের একসঙ্গে বসার সেই ছবিই আমাদের মনে রাখা উচিত।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্কালোনি যোগ করেন, ‘সমর্থকরা যেন এসে আর্জেন্টিনা জাতীয় দলকে উৎসাহিত করে এবং ব্রাজিলের সমর্থকরা তাদের দলকে সমর্থন জানায়। এর চেয়ে বেশি কিছু নয়। আমরা আমাদের খেলা খেলতে চেষ্টা করব, প্রতিপক্ষের মাঠে যতটা সম্ভব আক্রমণাত্মক হতে চাই।’

ব্রাজিল তার সোনালি দিন হারিয়েছে। সবশেষ ৫ ম্যাচের মধ্যে তিনটিতেই আর্জেন্টিনার কাছে হেরেছে সেলেসাওরা, জিতেছে একটি, এক ম্যাচ ড্র। সবশেষ চার ম্যাচে ব্রাজিলের জয় নেই।

তারপরও প্রতিপক্ষকে সমীহ করছেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘এগুলো কঠিন, চ্যালেঞ্জিং ম্যাচ, সবসময় একইভাবে খেলা হয়। ব্রাজিলের দুর্দান্ত খেলোয়াড় রয়েছে, তারা আক্রমণাত্মক এবং কঠিন প্রতিপক্ষ, তাদের সামলানোর উপায় জানতে হবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।