কোচকে বরখাস্ত করলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৪ মার্চ ২০২৫

টানা দুই ম্যাচে হার, পয়েন্ট টেবিলে বড় ছন্দপতন। দলের নাজেহাল অবস্থার দায় সম্পূর্ণভাবে চাপলো কোচের ওপর। অবশেষে যা হওয়ার তাই হলো। ম্যানেজার থিয়াগো মোট্টাকে বরখাস্ত করলো জুভেন্টাস।

২০২৪ সাল থেকে দলের সঙ্গে কাজ করা মোট্টাকে বরখাস্তের পর অতিদ্রুত নতুন কোচ নিয়োগ দিয়েছে ইতালিয়ান সিরিআ ক্লাবটি। রোববার ইগর টুডোরকে নতুন কোচ ঘোষণা করেছে জুভেন্টাস।

বিজ্ঞাপন

গেল ১৬ মার্চ ফিওরেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল জুভেন্টাস। তার আগে ৯ মার্চ আটালান্টার বিপক্ষে ঘরের মাঠে লজ্জাজনক ৪-০ গোলে পরাজিত হয়েছে দলটি। টানা দুই হারে টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে মোট্টার দল। বর্তমানে শীর্ষস্থানীয় ইন্টার মিলানের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তারা।

জুভেন্টাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জুভেন্টাস এফসি ঘোষণা করছে যে, থিয়াগো মোট্টাকে পুরুষদের প্রথম দলের কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জুভেন্টাস আরও ঘোষণা করছে যে, পুরুষদের প্রথম দলের দায়িত্ব ইগর টুডোরের হাতে অর্পণ করা হয়েছে, যিনি আগামীকাল প্রথম অনুশীলন পরিচালনা করবেন।’

৪৬ বছর বয়সী টুডোর খেলোয়াড়ি ক্যারিয়ারের বেশিরভাগ সময় জুভেন্টাসে কাটিয়েছেন। ১৯৯৮ সালে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০২০ সালে ক্রোয়েশিয়ান কোচ অ্যান্ড্রেয়া পিরলোর সহকারী হিসেবে এক মৌসুম জুভেন্টাসে কাজ করেন টুডোর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জুভেন্টাস চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ২০তম স্থান থেকে শেষ করে। গত মাসে প্লে-অফ রাউন্ডে পিএসভি আইন্দহোফেনের কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে দলটি। এছাড়া কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে এম্পোলির বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকেও বিদায় নিয়েছিল জুভেন্টাস।

এই মৌসুমের শুরুতে টানা ২১টি লিগ ম্যাচে অপরাজিত ছিল জুভেন্টাস। তবে ওই সময়ে মোট্টার দল ১৩টি ম্যাচ ড্র করেছিল, যা তাদের শিরোপার দৌড়ে অনেকটা পিছিয়ে দেয়।

জানুয়ারিতে নাপোলির কাছে প্রথম পরাজয়ের পর জুভেন্টাস টানা পাঁচটি ম্যাচ জিতেছিল। তবে সাম্প্রতিক বড় হারগুলো সমর্থকদের ক্ষুব্ধ করে তোলে। ফলে ম্যানেজারকে বিদায় নিতে হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগামী শনিবার জেনোয়াকে স্বাগত জানাবে জুভেন্টাস।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।